তিন ফরম্যাটের স্থায়ী অধিনায়ক ঘোষণা করল বিসিবি


ইমরুল সামাদ , আপডেট করা হয়েছে : 12-02-2024

তিন ফরম্যাটের স্থায়ী অধিনায়ক ঘোষণা করল বিসিবি

২০১৭ সালে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ। সাকিব আল হাসানকে দেয়া হয়েছিল টি-টোয়েন্টির দায়িত্ব। এভাবেই প্রায় ৬ বছর পর করে গত আগস্টে সেই সাকিবের হাত ধরেই আবার তিন ফরম্যাটে এক অধিনায়ক তত্ত্বে ফিরে যায় টাইগাররা। তবে এবার সব ফরম্যাট থেকেই সাকিবের ক্যাপ্টেন্সির ইতি ঘটল।

লাল-সবুজের হয়ে আর হয়তো টস করবে না এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। সাকিবের যুগের পার করে আনুষ্ঠানিকভাবে নাজমুল হোসেন শান্তের যুগে প্রবেশ করল বাংলাদেশ ক্রিকেট দল। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের কার্যালয়ে বিসিবির বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ঘোষণা করেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। অন্তত আগামী এক বছরের জন্য নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটেই নেতৃত্ব দেবেন বাংলাদেশকে।

প্রথমবারের মতো এবার স্থায়ীভাবে অধিনায়কত্ব পেলেন শান্ত। তবে এর আগেও বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে এই টপ অর্ডার ব্যাটারের। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে একাধিক সময়ে লাল-সবুজের হয়ে টস করেছেন শান্ত। সেই সংখ্যাটাও নেহাত কম নয়! এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত।

সাদা পোশাকে তার অধিনায়কত্বে মোট ২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে এক টেস্টে হারের বিপরীতে একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ওয়ানডেতে শান্তর নেতৃত্বে ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বিপরীতে একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ১ জয় ও ১ হার অধিনায়ক শান্তর। অপর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com