ভাষা আন্দোলনের পাঁচ ভাষাশহিদ (পরিচিতি)


সোহেল জুলফিকার , আপডেট করা হয়েছে : 20-02-2024

ভাষা আন্দোলনের পাঁচ ভাষাশহিদ (পরিচিতি)

আবুল বরকত (১৯২৭-১৯৫২)

আবুল বরকতের জন্ম ১৯২৭ সালের ১৬ জুন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারলা গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। মাতৃভাষা বাংলার দাবিতে ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজের ২০ নম্বর ব্যারাকের বারান্দায় ছাত্র-জনতার মিছিলে আবুল বরকত শামিল হন। মিছিলে পুলিশ গুলি চালায়। বরকত পেটে গুলিবিদ্ধ হন। মুহূর্তে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয়।

রফিকউদ্দিন আহমদ (১৯২৯-১৯৫২)

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি দুপুর সোয়া তিনটা। বাংলাভাষার অধিকার রক্ষার আন্দোলনে প্রথম শহিদ রফিকউদ্দিন আহমেদ। ঐদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের মিছিলে পুলিশের গুলিতে রফিক ঘটনাস্থলে শহিদ হন। তাঁকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয়।

শফিউর রহমান (১৯১৮-১৯৫২)

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। সময় সকাল সাড়ে দশটা। ঢাকার নবাবপুর রোডে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিকে বিক্ষোভরত ছাত্র-জনতার ওপর পুলিশ বেপরোয়া গুলি চালায়। মিছিলে শামিল শফিউর রহমান গুলিবিব্ধ হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর আহত শফিউর ঐ দিন সন্ধ্যা সাতটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আবদুস সালাম (১৯২৫-১৯৫২)

মহান ভাষা আন্দোলনে শহিদ। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজের সামনের রাস্তায় ১৪৪ ধারা জারি অবস্থায় ছাত্র-জনতার মিছিল চলে। মিছিলে অংশ নেন আবদুস সালাম। মিছিলে পুলিশের গুলিতে আবদুস সালাম মারাত্মকভাবে আহত হন। তিনি ৭ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সারত মারা যান।

আবদুল জব্বার (১৯১৯-১৯৫২)

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সংগ্রামী জনতার বিশাল সমাবেশ চলছিল। পুলিশ সমাবেশে গুলি চালায়। পুলিশের গুলিতে সমাবেশে অংশগ্রহণকারী আবদুল জব্বার গুলিবিদ্ধ হন। ঐদিন রাতে চিকিত্সাধীন আবদুল জব্বার মারা যান। তাঁকে আজিমপুর গোরস্থানে সমাহিত করা হয়।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com