নিয়মিত চুলের আগা ছাঁটা কেন জরুরি


আগন্তুক আলেয়া , আপডেট করা হয়েছে : 26-07-2024

নিয়মিত চুলের আগা ছাঁটা কেন জরুরি

লম্বা ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য নিয়মিত আগা ছাঁটা বা ট্রিম ভীষণ জরুরি। চুলের আগা ফেটে গেলে সেটা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করতে থাকে চুল। এতে চুলের বৃদ্ধি আটকে যায় এবং ঝরতে থাকে ভেঙে যাওয়া চুল। 

লম্বা চুলের ক্ষেত্রে প্রতি ৪ মাসে একবার ট্রিম করুন। যারা ছোট রাখতে চান চুল, তারা প্রতি ৪ সপ্তাহে একবার আগা ছেঁটে ফেলুন। আগা ছাঁটার পর নারকেলের তেল বা রোজমেরি অয়েল ব্যবহার করুন। এতে চুল নরম ও মসৃণ হবে। তবে কেবল চুল ট্রিম করলেই যে চুল বাড়বে সেটা নয়, পাশাপাশি আরও কিছু যত্ন চাই চুলের জন্য। জেনে নিন সেগুলো কী কী। 


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com