ববির কারণে ৩০ লাখ টাকা গচ্ছা!


আগন্তুক আলেয়া , আপডেট করা হয়েছে : 17-10-2024

ববির কারণে ৩০ লাখ টাকা গচ্ছা!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে নিয়ে এবার প্রশ্ন তুলেছেন নির্মাতা জয় সরকার। তাঁর দাবি, ৪ লাখ টাকা নিয়েও ‘আমার হৃদয়ের কথা’ সিনেমাটি করেননি ববি। আর সে কারণে প্রযোজকের ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।

এই অভিনেত্রীর সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ময়ূরাক্ষী’। রাশিদ পলাশের পরিচালনায় এতে নায়িকার বিপরীতে কাজ করেছেন সুদীপ বিশ্বাস দীপ। এর আগে এই সিনেমা নিয়েও নির্মাতার সঙ্গে দ্বন্দ্বে জড়ান নায়িকা।

এদিকে নির্মাতা জয় সরকার বলেন, ‘ববি আমার এক প্রযোজকের কাছ থেকে ৪ লক্ষ টাকা সাইনিং মানি নিয়ে পরবর্তী সময়ে আর সিনেমাটা করেন নাই। প্রডিউসারের প্রায় ৩০ লক্ষ টাকা লস এবং আমরা টেকনিশিয়ানরা আমাদের পারিশ্রমিক থেকে বঞ্চিত হয়েছিলাম একমাত্র ববির কারণে।’

জানা যায়, নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ফাতেমা কথাচিত্রের প্রথম সিনেমা ‘আমার হৃদয়ের কথা’। যেখানে নায়িকা হিসেবে ববিকে চূড়ান্ত করা হয়। আব্দুল মজিদ নামের ওই প্রযোজক এখন প্রবাসে।

নির্মাতা জয় সরকার জানান, ১১ জানুয়ারি বিকেলে ছিল সিনেমার মহরত। প্রধান অতিথি তৎকালীন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বিশেষ অতিথি এফবিসিসিআইয়ের অন্যতম পরিচালক হেলেনা জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। সেদিন মহরতে উপস্থিত হননি ববি।

এতদিন পর কেন বিষয়টি প্রকাশ্যে আনলেন নির্মাতা জয় সরকার? জানতে চাইলে তিনি বলেন, ‘এই অভিযোগটি আমি মৌখিকভাবে পরিচালক সমিতিতে জানিয়েছি। তৎকালীন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকেও বিষয়টি জানিয়েছিলাম। এটি করোনার আগের ঘটনা। এফডিসিতে মহরতের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল। ববি মহরতের দিন আসেননি। আমরা সবাই মিলে মহরত অনুষ্ঠান করেছিলাম।’

এসব অভিযোগ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হয় চিত্রনায়িকা ববির সঙ্গে। তাঁর কথা, ‘এসব মিথ্যা। এ রকম কোনো কিছুই আমি জানি না।’ 


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com