৯৯৯ টাকায় স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণ


ট্রেন্ড রিপোর্ট , আপডেট করা হয়েছে : 19-08-2022

৯৯৯ টাকায় স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণ

দর্শনার্থীদের জন্য সপ্তাহের শুক্র ও শনিবার- স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণের প্যাকেজ চালু করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) টুরিস্ট বাসে চেপে এই সেতুতে ঘুরতে যেতে পারবেন ভ্রমণপিপাসুরা। 

এর জন্য ভ্রমণকারীকে দিতে হবে ৯৯৯ টাকা।

সম্প্রতি ‘স্বপ্নের পদ্মা সেতু প্যাকেজ’ ট্যুরের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

ভ্রমণ বাসটি ঢাকার শ্যামলী, আসাদগেট, সাইন্সল্যাব হয়ে বুয়েটের সামনে দিয়ে হানিফ ফ্লাইওভার হয়ে বিকাল সাড়ে ৫টার দিকে পদ্মা সেতুতে পৌঁছাবে। দর্শনার্থীদের নিয়ে সপ্তাহের ওই দুই দিন আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে বাস বিকাল ৪টায় পদ্মা সেতুর উদ্দেশে ছেড়ে যাবে এবং সেদিনই রাত সাড়ে ১০টার মধ্যে ঢাকায় ফিরবে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সটিটিউটের প্রশিক্ষিত গাইডরা এই ট্যুর পরিচালনা করবেন। এই প্যাকেজে দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলছে বলে জানিয়েছে পর্যটন করপোরেশন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com