প্যারিসে ‘পরাণ’


ট্রেন্ড রিপোর্ট , আপডেট করা হয়েছে : 07-09-2022

প্যারিসে ‘পরাণ’

এবার প্যারিসে মুক্তি পাচ্ছে ‘পরাণ’। গত ঈদে মুক্তির পর থেকে রায়হান রাফী পরিচালিত সিনেমাটির জয়রথ বিদেশেও অব্যাহত আছে। সর্বশেষ অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালিরা মুগ্ধ হয়েছেন ছবিটি দেখে।

সেই ধারাবাহিকতায় এবার ফ্রান্সের প্যারিসে যাচ্ছে লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’। প্যারিসে ছবিটি পরিবেশনা করছে দেশি এন্টারটেইনমেন্ট।

প্রযোজক ইয়াসির আরাফাত ট্রেন্ড নিউজকে বলেন, ‘প্যারিসের দুটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ছবিটি। ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সেখানকার পাতে দ্য লা সিনেমা হলে মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহানদের এই সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।’

১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ‘পাতে দ্য লা’ এবং ‘ভিলেত গ্যঁমো সাঁ দনি’ সিনেমা হলে দেখানো হবে ‘পরাণ’। পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ও কানাডায়ও মুক্তি পাবে। দেখা যাবে ইউরোপের তিন দেশেও।

এদিকে, মুক্তির নবম সপ্তাহ বাংলাদেশে সিনেমা হলে এখনও ব্যবসা করছে ‘পরাণ’। দেশের ৩৫টি পর্দায় প্রদর্শিত হচ্ছে ছবিটি।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com