সব বেচে বিশ্বভ্রমণে বেরিয়েছে এই দম্পতি


ট্রেন্ড ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-09-2022

সব বেচে বিশ্বভ্রমণে বেরিয়েছে এই দম্পতি

বিশ্ব ঘুরে দেখার স্বপ্ন পূরণে এক দম্পতি তাদের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বেচে বেরিয়ে পড়েছেন বিশ্বের পথে-প্রান্তরে। সফরসঙ্গী হিসেবে তাদের কোলে আছে ছোট্ট শিশু।

বলছি মার্কিন দম্পতি ক্লো এগবার্ট (২৮) ও তার স্বামী জর্ডান (৩১)-এর কথা। চাকরি ছেড়ে, সবকিছু বিকিয়ে ৫১ হাজার ইউরো হাতে নিয়ে তারা বেরিয়েছেন বিশ্বভ্রমণে।

এরই মধ্যে তারা ১০৬ দেশে পা রেখেছেন। নিজেদের স্বপ্ন পূরণে মরিয়া এই ভ্রমণপ্রিয় দম্পতি দেশে দেশে ঘুরছেন আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন।

এই দম্পতির আবাসস্থল ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহের ওরেমে। ২০১৯ সালের মে মাসে ফ্রান্সে চলে যান। সেখান থেকে তারা মাল্টা, ইতালি ও সুইজারল্যান্ড ঘোরেন।

তারপর জন্ম নেয় তাদের ছেলে লেনন। তার বয়স এখন ১৮ মাস। জন্মের পর থেকেই শিশুটি বাবা-মায়ের সঙ্গে ঘুরছে দেশ হতে দেশান্তর। বর্তমানে এই দম্পতি আন্ডোরায় আছে। আর কিছুদিন পরেই তারা মোনাকো যাবেন।

ক্লো এগবার্ট একজন প্রাক্তন নির্বাহী সহকারী। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভাদার বাসিন্দা তিনি। এই নারী বলেন, ‘বিশ্বভ্রমণে নেশায় আমরা সবকিছু বিক্রি করেছি, ছেলেকে বিশ্ব দেখাতে চাই আমরা।’

আমাদের লক্ষ্য বিশ্বের সব দেশে পা রাখা। এ পর্যন্ত আমরা ১০৬ দেশ ভ্রমণ করেছি। এখনও ৮৯টি দেশে যেতে হবে।


অন্যদিকে জর্ডান ২০১৮ সালের মার্চ মাসে একটি বৈদ্যুতিক যানবাহন কোম্পানিতে চাকরি পেয়েছিলেন। তবে প্রশিক্ষণকালীন সময়েই কোম্পানিটি দেউলিয়া ঘোষণা করে। জর্ডান বলেন, ‘আমাদের বাজেট কম থাকলেও বিশ্বভ্রমণের নেশা কাটিয়ে উঠতে পারছি না।’

‘আমরা দুজনই প্রতিটি দেশ পরিদর্শনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। যদিও বিশ্বভ্রমণে বের হওয়ার পর করোনা মহামারির কারণে বিভিন্ন স্থানে ভোগান্তি পোহাতে হয়েছে, তবে এখন আবার নতুন উদ্যমে আমরা ঘুরছি। এই ভ্রমণে এখন পর্যন্ত আমাদের ৫০ হাজার পাউন্ডে বা ৫৬ লাখ ৯ হাজারের বেশি খরচ হয়েছে।’ জানান জর্ডান।

সূত্র: মিরর.কো.ইউকে


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com