থাইল্যান্ডে রোজ ১০ কিলোমিটার হেঁটেছেন মাহি!


সালেহ খান শাওন , আপডেট করা হয়েছে : 05-10-2022

থাইল্যান্ডে রোজ ১০ কিলোমিটার হেঁটেছেন মাহি!

টানা এক মাস আনন্দের শহর থাইল্যান্ডে কাটিয়ে এলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। যদিও আনন্দের চেয়ে কষ্টটাই উপভোগ করতে হয়েছে এই লাস্যময়ীকে! 

বললেন, ‘পাঁচটি একক নাটকে কাজ করেছি। এরমধ্যে একটিতে অতিথি চরিত্রে; তাই ওটা কাউন্ট করছি না। সেক্ষেত্রে চারটি। আর একটি ধারাবাহিক নাটকে কাজ করলাম। মোট ২২ দিন শুটিং করেছি।’

জানান ধারাবাহিক নাটকটির নাম ‘এমন যদি হতো’। এটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। এছাড়া তাকে নিয়ে চারটি একক নাটক পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। যেগুলোর দুটিতে মাহির সহশিল্পী মিশু সাব্বির, একটিতে তৌসিফ মাহবুব এবং একটিতে ফারহান আহমেদ জোভান। আরেকটি নাটকের নির্মাতা মাহমুদুর রহমান হিমি; এতে মাহির বিপরীতে আছেন জোভান।

এটিই মাহির প্রথম বিদেশ-শুটিং। তাই উচ্ছ্বাসের পাশাপাশি কষ্টের মাত্রাও ছিল বেশি। মাহি বলেন, ‘বিদেশে শুটিং এবারই প্রথম। সে হিসেবে আমার জন্য অনেকটা কঠিন ছিল। আমাদের গাড়ির ব্যবস্থা ছিল। কিন্তু তারপরও যেহেতু বিদেশ, লোকেশন বেছে বেছে কাজ করতে হয়েছে; সেজন্য আমাদের অনেকটা পথ হাঁটতে হয়েছে। নিজের ব্যাগ, সরঞ্জাম বহন করতে হয়েছে। আমি আমার অ্যাপল ওয়াচে দেখেছি, প্রতিদিন আমি ১৬ থেকে ১৮ হাজার স্টেপ হেঁটেছি; যেটা প্রায় সাড়ে নয়-দশ কিলোমিটারের মতো। সে হিসেবে অনেক কষ্ট হয়েছে, তবে কাজগুলো খুব ভালো হয়েছে, তাই কষ্টটা সার্থক।’


বিশ্বের অন্যতম পর্যটনকেন্দ্র থাইল্যান্ড, সেখানে গিয়ে শুধু কাজেই ডুবে ছিলেন মাহি? তা তো হয় না। শুটিং শেষে আরও ছয় দিন ছিলেন সেখানে। কী করেছেন এই ছয় দিন? জবাবে মাহি বলেন, ‘সেভাবে ঘোরা হয়নি। কারণ, চারদিন শুধু শপিং করেছি, আর দুই দিন ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তাই আলাদাভাবে কোথাও ঘুরতে পারিনি।’


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com