সেমিতে মন্টিয়েল ও আকুনাকে পাচ্ছে না আর্জেন্টিনা


ট্রেন্ড ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-12-2022

সেমিতে মন্টিয়েল ও আকুনাকে পাচ্ছে না আর্জেন্টিনা

কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারছেন না আর্জেন্টিনার দুই ফুল-ব্যাক গঞ্জালো মন্টিয়েল ও মার্কোস আকুনা। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিরুদ্ধে এই দুজন হলুদ কার্ড পেয়েছেন। এবারের বিশ্বকাপে এটি দুজনেরই দ্বিতীয় হলুদ কার্ড। এ কারণে তারা শেষ চারে খেলতে পারছেন না।

বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠবারের মতো ফাইনালে খেলার পথে আর মাত্র এক ম্যাচ দুরে রয়েছে আলবেসেলেস্তারা। কিন্তু ক্রোয়েশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ দুই ডিফেন্ডারকে ছাড়া মাঠে নামতে হচ্ছে। আর এতে কোচ লিওনেল স্কালোনিকে বাধ্য হয়েই মূল দলে দুটি পরিবর্তন আনতে হচ্ছে। 

মন্টিয়েলের অনুপস্থিতিতে নাহুয়েল রাইট-ব্যাক অথবা রাইট উইং-ব্যাকে তার জায়গা ধরে রাখবেন। তবে কাতারে এখনও মাঠে না নামা ভিয়ারিয়ালের হুয়ান ফয়েথকেও পরখ করতে পারেন স্কালোনি।

এদিকে আকুনার জায়গা লিঁওর নিকোলাস টাগলিয়াফিকোর খেলার সম্ভাবনাই বেশি। গ্রুপ পর্বে সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে পরাজয়ের প্রথম ম্যাচটিতে টাগলিয়াফিকো মূল একাদশে খেলেছেন। 

গতকালের ম্যাচে স্প্যানিশ রেফারি অ্যান্টোনি মাতেও লাহোজ দুই দল মিলিয়ে ১৯টি হলুদ ও একটি লাল কার্ড দেখিয়েছেন। ম্যাচ শেষে মেসি ফিফার কাছে অনুরোধ জানিয়েছেন ৪৫ বছর বয়সী এই রেফারিকে বিশ্বকাপের বাকি কোন ম্যাচে যাতে আর দায়িত্ব দেওয়া না হয়। আর্জেন্টিনার আটজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়েছে। তার মধ্যে মেসি, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, লিনড্রো পারেডেস, নিকোলাস ওটামেন্ডি ও জারমান পেজ্জেলা প্রথমবারের মত এবারের আসরে হলুদ কার্ড পেয়েছেন।

ফিফার নতুন আইনানুযায়ী সেমিফাইনালে তারা যদি হলুদ কার্ড পান তবে ফাইনালে নিষিদ্ধ হবেন না। 


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com