ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে ৫০ হাজার ভক্ত!


ট্রেন্ড ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-01-2023

ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে ৫০ হাজার ভক্ত!

চার বছর পর বাদশাহর প্রত্যাবর্তন বলে কথা। আগ্রহ-আকাঙ্ক্ষা যে সীমানা ছাড়াবে, তা সহজেই অনুমেয়। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের কামব্যাক ফিল্ম ‘পাঠান’। বহুল আলোচিত এই সিনেমা ঘিরে উত্তেজনা চরম পর্যায়ে। বলিউড বিশ্লেষকরা ধারণা করছেন, প্রথম দিনেই ছবিটি রেকর্ড পরিমাণ আয় করতে পারে।

 এদিকে ‘পাঠান’র মুক্তিকে রীতিমতো উৎসবে পরিণত করছে শাহরুখ ভক্তরা। ভারতের বিভিন্ন শহরে বিপুল উৎসাহে ছবিটি দেখার প্রস্তুতি নিচ্ছে তারা। জানা গেছে, ৫০ হাজারের বেশি দর্শক একসঙ্গে ছবিটির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে। 

ভারতের ২০০টি শহরে প্রথম দিনের প্রথম শো দেখার উদ্যোগ নিয়েছে শাহরুখের ফ্যানক্লাব ‘এসআরকে ইউনিভার্স’। তাদের প্রত্যাশা, অন্তত ৫০০টি ফার্স্ট শো হাউজফুল করবে। সঙ্গে থাকবে শাহরুখের বিশাল বিশাল কাটআউট।

 এই ফ্যানক্লাবের সহ-প্রতিষ্ঠাতা যশ পারইয়ানি বলেছেন, ‘আমরা প্রত্যাশা করছি, গ্রুপ থেকেই অন্তত ১ কোটি রুপির টিকিট অগ্রিম বুকিং হবে। দেশের বিভিন্ন শহরে এটার আয়োজন করছি আমরা। এর মধ্যে মুম্বাইতে ৭-৮টি, দিল্লিতে ৬টি, কলকাতায় ৪টি; এভাবে অধিকাংশ শহরেই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে আমাদের গ্রুপের সদস্যরা। তবে প্রথম শো দেখেই আমাদের উৎসব শেষ হবে না, পরবর্তী দিনগুলোতেও আমরা সিনেমাটি দেখতে যাবো।’

শুধু সিনেমা দেখার মধ্যেই সীমাবদ্ধ নয় এসআরকে ইউনিভার্সের পরিকল্পনা। ‘পাঠান’র বিশেষ মার্চেন্ডাইজ (পণ্যসামগ্রী), কাটআউট, বাদ্যযন্ত্রসহ অনেক কিছুই থাকছে এ উদ্যোগে। যশের দাবি, ‘আমাদের কাছে শাহরুখ খানের সিনেমা মানেই উৎসব, এবারও সেটার ব্যতিক্রম হবে না।’

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স সিরিজের সিনেমা ‘পাঠান’। এই ঘরানায় ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ মুক্তি পেয়েছে। এবার স্পাই হয়ে ধুন্ধুমার অ্যাকশনে আসছেন এসআরকে। ছবিটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকেও।

সূত্র: পিঙ্কভিলা


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com