স্থগিত হলো জায়েদ খানের সদস্যপদ!


সোহেল জুলফিকার , আপডেট করা হয়েছে : 02-04-2023

স্থগিত হলো জায়েদ খানের সদস্যপদ!

সদস্যপদ স্থগিত করা হয়েছে চলচ্চিত্র অভিনেতা জায়েদ খানের। রবিবার (২ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এক সভায় তার সদস্যপদ স্থগিতের বিষয়টি জানানো হয় বিকেল সাড়ে ৪টায় এফডিসিতে এক সংবাদ সম্মেলনে।


চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় জায়েদ খানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক। যদিও এই স্থগিতাদেশের সিদ্ধান্ত এখনই চূড়ান্ত নয় বলে তিনি বলেন , 'আমাদের উপদেষ্টামণ্ডলী ও আইনজ্ঞদের সঙ্গে আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।'


তিনি বলেন, 'আজ আমাদের কার্যনির্বাহী কমিটির ৯ম মিটিং হয়েছে। সেখানে একবাক্যে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, সমিতির গঠনতন্ত্রের ৭ (ক) ধারার আলোকে আমাদের সম্মানিত সদস্য জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা হলো।'


 এ দিকে, সমিতির একই বৈঠকে সুচরিতা ও রুবেলকে কার্যনির্বাহী পরিষদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পর পর তিনটি সভায় তারা অনুপস্থিত থাকায় এই সিদ্ধান্ত নিয়ে হয় বলে জানান  সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com