একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা !


সোহেল জুলফিকার , আপডেট করা হয়েছে : 03-05-2023

একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা !


দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। সেই লঘুচাপ ঘূর্ণিঝড় তৈরি করতে পারে।


বুধবার আবহাওয়া অধিদপ্তর এই উদ্বেগ নিয়ে সতর্কতা জারি করেছে।


৭ই মে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং এটি পরবর্তীতে আরও শক্তিশালী হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। নিয়মিত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


আবহাওয়া পূর্বাভাসে অনুযায়ী রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা  অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভবিষ্যদ্বাণী এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।


২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের অঞ্চলে অব্যাহত থাকবে। ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।


আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুকের মতে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এর আগে গতকাল (মঙ্গলবার) ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৬ মে থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিবায়ু সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে সাগরের ওই এলাকায় ৭-৮ মে লঘুচাপ তৈরি হতে পারে।

https://www.windy.com




অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com