'সাড়ে ষোলো' সাসপেন্সে ভরপুর: মম


ইমরুল সামাদ , আপডেট করা হয়েছে : 07-08-2023

'সাড়ে ষোলো' সাসপেন্সে ভরপুর: মম

আফরান নিশো এবং জাকিয়া বারী মম অভিনীত "শেরে শোলো" ১৭ই আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ-এ মুক্তি পাবে।

মমো রিনি চরিত্রে অভিনয় করবেন, একজন সুপরিচিত টেলিভিশন সাংবাদিক যার শহরের বিশিষ্ট ব্যক্তিদের সাথে সম্পর্ক রয়েছে।

 সম্প্রতি আলাপকালে মমো বলেন,"সাড়ে ষোলো একটি জটিল এবং সুন্দর গল্প। সিরিজটি সাসপেন্সে ভরপুর"

মম আরো বলেন, “আমি সিরিজের পুরো দলের কাছে কৃতজ্ঞ। কারণ আমি যখন স্ক্রিপ্ট পড়ি। এমনকি শুটিংয়ের সময় অনেকবার বিভ্রান্ত হয়েছি। কিন্তু পরিচালকের প্রতি আমার আস্থা ছিল এবং শেষ পর্যন্ত তিনি তার প্রতিভা (মুন্সিয়ানা) প্রমাণ করেছেন।''

সাংবাদিক চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে মম আরও বলেন, ‘আসলে প্রতিটি চরিত্রই আমার জন্য চ্যালেঞ্জ। কারণ আমি মম চরিত্রে অভিনয় করি না। আমাকে সবসময় অন্য কেউ হয়ে অভিনয় করতে হবে। তাই, আমাকে এখানেও একই চ্যালেঞ্জ নিতে হয়েছে।”

ইয়াসির আল হক পরিচালিত এই সিরিজটি আফরান নিশো অভিনীত রেজা নামের একজন আইনজীবীর গল্প নিয়ে আবর্তিত হয়েছে। এডিসি আলতাফ চরিত্রে কর্পোরেট ম্যানেজার রাকিব ইমতিয়াজ বর্ষনের চরিত্রে ইন্তেখাব দিনার, গাফফার চরিত্রে শাহেদ আলী, পিআর এক্সিকিউটিভ নাতাশা চরিত্রে আফিয়া তাবাসসুম বোর্নো এবং রেজার স্ত্রী আয়েশার চরিত্রে কাজী নওশাবা আহমেদ রয়েছেন।

সম্প্রতি, হৈচৈ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে সিরিজটির ট্রেলার প্রকাশিত হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com