চঞ্চল-জেফারকে নিয়ে ফারুকীর নতুন সিনেমা


ইমরুল সামাদ , আপডেট করা হয়েছে : 19-08-2023

চঞ্চল-জেফারকে নিয়ে ফারুকীর নতুন সিনেমা

ভিন্নধর্মী শপথ গ্রহণের মাধ্যমে এক জমকালো অনুষ্ঠানে গত ৩ আগস্ট চরকি ঘোষণা দেয় ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের একটি প্রজেক্টের। যেখানে ১২ জন নির্মাতা ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল সিনেমা বানাচ্ছে। পুরো প্রজেক্ট-এর সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। যিনি নিজেও নির্মাণ করছেন ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ নামের একটি সিনেমা। 

মোস্তফা সরয়ার ফারুকীর ভাষ্যমতে সিনেমাটির ডাকনাম ‘মনোগামী’ আর পুরো নাম ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। এটি তিনি নির্মাণ করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও সংগীতশিল্পী জেফারকে নিয়ে।

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন,‘‘আমার প্রিয় একটা কাজ হচ্ছে মানুষের মনের ভেতর ছিপ ফেলে দেখা কী কী ধরা পড়ে সেখানে। ছোট-বড়, তুচ্ছ-গুরুত্বপূর্ণ সবই আমাকে নাড়া দেয়। ‘মনোগামী’তে অনেক দিন পরে মেল-ফিমেল রিলেশনশিপের কিছু দিক নিয়ে এই রকম ছিপ ফেলার সুযোগ পেয়েছি।’’

পরিচালক আরও বলেন,‘‘ব্যাচেলর’ ছবিতে ব্যাচেলর জীবনের কিছু দিক কোনও রকম রাখঢাক ছাড়া দেখাতে পেরেছিলাম। এখানে বিবাহিত এবং প্রবাহিত জীবনের কিছু দিক কোনও সুইট কোটিং ছাড়া দেখানোর সুযোগ পেয়েছি।’’

সিনেমার প্রধান চরিত্রের অভিনেতাদের প্রসঙ্গে ফারুকী বলেন, ‘চঞ্চল চৌধুরীর সাথে আমার কাজের অভিজ্ঞতা তো বহু পুরনো। এখানেও একই রকম অপ্রতিরোধ্য তিনি। এই ধরণের চরিত্র কম করার ফলে একটা দারুণ ফ্রেশনেস উনি নিয়ে এসেছেন তার অভিনয়ে। জেফার রহমানকে আমরা গায়ক হিসাবে চিনি। এখানে তাকে অচেনাই লাগবে। কিন্তু এই চরিত্রে তাকে পাওয়ার ফলে আমার গল্পটা প্রাণবন্ত হয়েছে।’


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com