আমরা বাকি ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি: মোস্তাফিজ


ইমরুল সামাদ , আপডেট করা হয়েছে : 14-10-2023

আমরা বাকি ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি: মোস্তাফিজ

পুরো বিশ্বকাপজুড়ে এখনো পর্যন্ত একবারও গণমাধ্যমের মুখোমুখি হননি অধিনায়ক সাকিব আল হাসান। অন্য দলগুলোর অধিনায়কদের দেখে নিশ্চিতভাবেই একটু আফসোস হয় বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের। নিউজিল্যান্ডের কাছে হারের পর ভয়টা সম্ভবতা একটু বেশিই বেড়ে গিয়েছিল। প্রায় ১৫ মিনিট অপেক্ষায় রাখার পর মিক্সড জোনে সাংবাদিকদের সামনে আসেন মোস্তাফিজুর রহমান।

বিশ্বকাপের প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। সামনেও কঠিন প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে এখন বাংলাদেশের অবস্থান কোথায়? মোস্তাফিজের উত্তর, ‘কোনো কিছুই অসম্ভব না। আমরা তো ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি। ’

দলের ভেতর কী আলাপ হচ্ছে, শুরুতেই মোস্তাফিজের কাছে এমন প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেন, ‘আমরা হলো ভালো করার উপায় খুঁজছি। নিজেরা কথাবার্তা বলছিলাম কী করলে ভালো কিছু হবে। ’

নিউজিল্যান্ডের বিপক্ষে কেবল ২৪৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। কিউইরা ওই রান তাড়া করে যায় ৪৩ বল হাতে রেখে। বোলাররা শুরুটা ভালো করলেও নিতে পারেন কেবল দুই উইকেট। মোস্তাফিজ বলছেন, আরও ৩০ রান থাকলে ভালো হতো তাদের জন্য।

তিনি বলেন, ‘আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম। আমাদের যদি আরও ৩০ রান বেশি হতো তাহলে আরও সুযোগ থাকতো। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলতো। অন্তত ২৮০ এর মতো হলে ভালো কিছু হতো। ’

ক্যাচ মিস নিয়ে মোস্তাফিজ বলেন, ‘যেটা উইকেট হয়নি, সেটা তো দুর্ভাগ্য বলে লাভ নাই। উইকেট ওরকম ছিল যারা ভালো জায়গায় বোলিং করেছে, তারা সফল হয়েছে। ’


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com