চঞ্চল চৌধুরীকে নিয়ে চলচ্চিত্রের বড় ঘোষণা !


সোহেল জুলফিকার , আপডেট করা হয়েছে : 09-12-2023

চঞ্চল চৌধুরীকে নিয়ে চলচ্চিত্রের বড় ঘোষণা !

একটি চলচ্চিত্র নির্মাণের পেছনে যুক্ত হচ্ছে দুই বাংলার বড় তিনটি প্রতিষ্ঠান। দুই বাংলার চলচ্চিত্রের কোলাবোরেশান নিয়ে আলফা আই, চরকি ও ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস এবার এক হচ্ছে। তাদের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ২টি সিনেমা!

আর তার একটিতে মুখ্য ভূমিকায় থাকছেন বাংলাদেশের দুর্দান্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। আজ অর্থাৎ ৯ ডিসেম্বর এই সিনেমা দুটির ঘোষণা এলো। রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিকেল ৫টায় আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলন। এতে আরো জন্য হয় আগামী ১১ ডিসেম্বর আসবে আরেকটি সিনেমার ঘোষণা।

অনেকটা বিরতির পর নির্মাণে ফিরছেন আলোচিত ও জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। ‘দম’ শিরোনামে সেই সিনেমায় মূল ভূমিকায় দেখা যাবে সময়ের ও দুই বাংলার পরিচিত তারকা চঞ্চল চৌধুরীকে।

পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘সত্য ঘটনা আমাকে সব সময়ই অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটাই আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের ভয়াবহ মানসিক শক্তি তাকে যে কোনো ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমিষেই। দম চলচ্চিত্রে এই গল্পটাই বলার চেষ্টা করছি।’

এই ছবিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল বললেন, ‘রনির সাথে ব্যক্তিগত সম্পর্কটা অনেক দিনের। সে একসময় নিয়মিত নির্মাণ করেছে। কিছুদিন নিজে নির্মাণ না করলেও নির্মাণ প্রক্রিয়ার মধ্যেই ছিল। এবারের সিনেমার গল্প যখন রনি আমাকে শুনিয়েছেন, তখন আমি হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের। সেই সাথে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা দম।'

এই অভিনেতা আরো বলেন, ‌‌‘আমার সবচে বেশি ভালো লাগছে একই সাথে চরকি, এসভিএফ, আলফা-এর মতো বড় প্রযোজনা প্রতিষ্ঠান আমাদের এই সিনেমার সাথে আছে। এই সিনেমাটা দুই বাংলা মিলিয়ে নতুন কোনো দিগন্তের সূচনা করবে।’

অনুষ্ঠানে এসভিএফের ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি বলেন, ‘চলচ্চিত্র নির্মাণে উদ্যোগী হয়ে বাংলাদেশের বিনোদন শিল্পের সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে এসভিএফ।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, পরিচালক সৈয়দ আহমেদ শাওকী, চরকির কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com