আপাতত রংপুর রাইডার্সের অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চলতি আসর ছেড়ে যাচ্ছেন। বিশ্বকাপ চলাকালীন সময় থেকেই চোখের সমস্যা নিয়ে ভুগছেন সাকিব। সেই সমস্যার কারণেই বিপিএল ছেড়ে যেতে হচ্ছে তাকে। চোখের ডাক্তার দেখাতে এবার সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব। আজ ২১ জানুয়ারী, দুপুর ১টায় দেশ ছেড়েছেন এই অলরাউন্ডার। এ তথ্য নিশ্চিত করেছে রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্ট।
বিপিএল শুরুর আগে তিনি লন্ডনে বিশেষজ্ঞ ডাক্তারদের চোখ দেখান। চোখে বড় কোনো সমস্যা ধরা না পড়লেও ব্যাটিং করতে বেশ সমস্যা হচ্ছে এই অলরাউন্ডারের।
বিপিএলের প্রথম দিন মাঠে নেমেই সাকিব বুঝতে পারেন তার চোখের সমস্যাটা আরও জটিল হচ্ছে। ম্যাচ শেষ করেই এ বিষয় জানান তার ফ্র্যাঞ্চাইজিসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। এরপর দ্রুত সাকিবকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।
এত আগে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে ৩ বলে ২ রান করার পর বল হাতে ১৬ রানে ২ উইকেট নেন সাকিব।