০৬ নভেম্বর ২০২৪, বুধবার, ০৭:৩৭:৫৩ পূর্বাহ্ন


দীর্ঘ ৮ বছর পর নান্নু-বাশারের বিদায়!
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৪-০২-১২ ২০:৩৮:৪০
দীর্ঘ ৮ বছর পর নান্নু-বাশারের বিদায়! হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদীন নান্নু, গাজী আশরাফ হোসেন লিপু


২০১৬ সালের জুনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করে ফারুক আহমেদের, তার পরই এই দায়িত্ব গ্রহণ করেন মিনহাজুল আবেদীন নান্নু। এরপর থেকে টানা ৮ বছর প্রধান নির্বাচকের চেয়ার ছিলেন তিনি। অবশেষে তাকে সরানোর সিদ্ধান্ত নিলো বোর্ড। শুধু নান্নু নয়, তার পাশাপাশি বাদ পড়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমনও। 

নান্নুর পরিবর্তে গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক পদে নিয়োগ দিয়েছে বিসিবি। এর আগে তিনি বিসিবির সাবেক পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুকে নিয়োগ দেয়ার খবর নিশ্চিত করেছেন।

এছাড়া যুব দলে লম্বা সময় ধরে কাজ করা হান্নান সরকার প্রমোশন পেয়েছেন। গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে হান্নান সরকারও এসেছেন নির্বাচক প্যানেলে। এছাড়া আব্দুর রাজ্জাক দায়িত্ব চালিয়ে যাবেন।