০৬ নভেম্বর ২০২৪, বুধবার, ০৯:৩৪:১৮ পূর্বাহ্ন


তুষারপাত দেখতে যেতে পারেন ভারতের যে চারটি স্থানে
আগন্তুক আলেয়া
  • আপডেট করা হয়েছে : ২০২৪-০৭-২৬ ০১:৪০:৩৮
তুষারপাত দেখতে যেতে পারেন ভারতের যে চারটি স্থানে


শুরু হচ্ছে শীতের মৌসুম। ভ্রমণের জন্য উপযুক্ত সময় বলা হয় শীতকে। পরিষ্কার আকাশ, বরফে মোড়া হিমালয়ের শৃঙ্গ দেখার পাশাপাশি অনেকে তুষারপাত দেখার অভিজ্ঞতাও পেতে চান। পেঁজা তুলার মতো হালকা তুষারের অবিরাম ঝরে পড়তে দেখার জন্য খুব দূরে যেতে হবে এমন নয়। পার্শ্ববর্তী দেশ ভারতেই রয়েছে এমন কয়েকটি স্থান, যেখানে ভ্রমণ করলে দেখা পাবেন তুষারপাতের।

এক. কাশ্মির 
শীতকালে কাশ্মির ভ্রমণ করলে তুষারপাত দেখতে পারবেন। এ সময় বরফের চাদরে ঢেকে যায় কাশ্মির। গুলমার্গের গ্যান্ডোলা রাইড বা কেবল কার ভ্রমণ হতে পারে আপনার জন্য চমৎকার অভিজ্ঞতা। তবে আগে থেকে অবশ্যই টিকিট বুক করে রাখতে হবে। সোনমার্গের পাহাড়েও মিলবে তুষার। 

দুই. সিকিম
সিকিমে প্রায় সারা বছরই তুষারপাত হয়। তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝে গেলে বরফের দেখা পাবেন নিশ্চিতভাবে। মার্চেও নাথুলা, ইয়ুমথাংয়ে বরফ পাওয়া যায়। লাচুংয়ের কাটাও আর ইয়ুমথাং ভ্যালি ঘুরে আসুন তুষারপাত দেখার জন্য। জিরো পয়েন্টেও প্রায় বছরজুড়ে থাকে বরফ। 

তিন. সিমলা 
শৈলশহর হিসেবে জনপ্রিয় সিমলা। শীতকালে তুষারপাত দেখার জন্য চমৎকার শহর এটি। মল রোডে হাঁটতে হাঁটতে তুষারপাত উপভোগ করার সুযোগ রয়েছে এখানে। এছাড়া যেতে পারেন দ্য রিজ, ক্রাইস্ট চার্চে। সিমলা থেকে ঘুরে দেখতে পারেন কুফরি, নারকান্দা, ফাগু ইত্যাদি জায়গা। 

চার. মানালি
বিয়াস নদী তীরে অবস্থিত মানালি। কুল্লু জেলায় অবস্থিত মানালি শীতকালে অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন। সোলাং ভ্যালি, রোহটাং পাস এবং মানালির আশেপাশে থাকা বিভিন্ন পর্যটক কেন্দ্র শীতকালে বরফে ঢেকে যায়। বরফের মধ্যে স্নো স্পোর্টসের সুযোগ রয়েছে এই পর্যটন কেন্দ্রে।

সতর্কতা 
তুষারপাতের কারণে শীতকালে এসব জায়গার অনেক রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই যাওয়ার আগে ভালো করে খোঁজখবর নিয়ে তারপর যাবেন।