১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৪০:৩১ পূর্বাহ্ন


সুবিধাবঞ্চিতদের জন্য গাইবেন তারা
ট্রেন্ড রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২৪-১০-২১ ২০:৪৩:৫৬
সুবিধাবঞ্চিতদের জন্য গাইবেন তারা


প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের কল্যাণে সরাসরি কনসার্টে গাইবেন সময়ের তিন জনপ্রিয় কণ্ঠ ঋতুরাজ, নন্দিতা ও মাশা ইসলাম। তাদের এই কনসার্টের নাম ‘উৎস সন্ধ্যা’। 

মূলত তহবিল সংগ্রহের লক্ষ্যে বিশেষ এই সংগীতানুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে উন্নয়ন সংস্থা উৎস বাংলাদেশ। নিশ্চিত করেছেন আয়োজনটির প্রচার সহযোগী ফোরথট পিআর-এর গণসংযোগ কর্তা সামছুর রহমান আদিল। 

তিনি জানান, আগামী ২৫ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে (সাউথ ব্লক, লেভেল বি-১) অনুষ্ঠিত হবে এই সংগীত উৎসব। আয়োজনের মাধ্যমে সংগৃহীত অর্থ উৎস বাংলাদেশের পরিচর্যায় থাকা শিশু-কিশোরদের কল্যাণে ব্যয় করা হবে।

এই আয়োজনের টিকিট পাওয়া যাবে টিকিফাই-এর মাধ্যমে ৭০০ থেকে ৩০০০ টাকার মধ্যে।

দেশে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মৌলিক মানবাধিকার নিশ্চিতে ১৯৯৩ সাল থেকে কাজ করে আসছে উৎস বাংলাদেশ।