০৬ নভেম্বর ২০২৪, বুধবার, ০৭:৪৭:১০ পূর্বাহ্ন


ত্বকের তারুণ্য ধরে রাখার টিপস
ট্রেন্ড ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
ত্বকের তারুণ্য ধরে রাখার টিপস জয়া আহসান


তারুণ্যের বাহ্যিক দিকটা হচ্ছে ত্বক। আর সেটিকে ধরে রাখা মানেই আপনার মনে ও চারপাশে সেই তারুণ্যের দ্যুতি ছড়িয়ে দেওয়া। ত্বকের তারুণ্য ধরে রাখতে চাইলে মেনে চলতে হবে কিছু টিপস-

* খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখুন যেগুলো প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেবে। যেমন চকলেট, গাজর ও গ্রিন টি খান নিয়মিত। ত্বকে লাইকোপেন বাড়িয়ে দেবে এসব খাবার।

* প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট ব্যায়াম করুন।

* ত্বক ম্যাসাজ করুন নিয়মিত। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ৫ মিনিট ম্যাসাজ করতে পারেন। চক্রাকারে করবেন ম্যাসাজ।

* প্রতিদিন পর্যাপ্ত পানি পান করবেন।

* সবুজ শাকসবজি খাওয়ার কোনও বিকল্প নেই। স্যুপ, সালাদ রাখবেন খাদ্য তালিকায়। পাশাপাশি খাবেন তাজা ফল।

* আমাদের ত্বকে নিয়মিত জমতে থাকে মরা চামড়ার পরত। সপ্তাহে একদিন ক্র্যাবিং করে দূর করুন মরা চামড়া।

* মেকআপ যত কম ব্যবহার করবেন ততই ভালো। ব্যবহার করলেও চেষ্টা করুন দ্রুত উঠিয়ে ফেলতে।

* রাতে ৮ ঘণ্টা ঘুমাবেন।