১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:৪৪:৩৯ অপরাহ্ন


অবাক অনন্ত!
ট্রেন্ড রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
অবাক অনন্ত! মর্তুজা ও অনন্ত


ঢাকাই প্রযোজক-অভিনেতা অনন্ত জলিল সিআইপি’র বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে অনন্তর বিরুদ্ধে চুক্তিভঙ্গের নানা অভিযোগ করেছেন এই নির্মাতা। জানান, তেহরানে অভিযোগ নিবন্ধন এবং বাংলাদেশের আদালতে তিনি মামলা করতে যাচ্ছেন।

অন্যদিকে অনন্ত এমন অভিযোগ শুনে বেশ অবাক! বলছেন, ‘‘দিন দ্য ডে’র শুটিং শেষ করেছি তিন চার বছর আগে। সব ফুটেজ কিন্তু নির্মাতার কাছেই ছিলো। অভিযোগ থাকলে তো ফুটেজই দিতেন না, ছবি মুক্তি তো পরের কথা। আর আমি তো মিডিয়াকে বলে ঢাক-ঢোল পিটিয়েই ছবিটি নিয়ে কানে গেছি, বাংলাদেশে মুক্তি দিয়েছি। গত বছরও নির্মাতা আমার দাওয়াতে ঢাকায় এলেন।’’

ইরানী পরিচালক মুর্তজা অতাশ জমজমের অভিযোগ, ‘‘অনন্ত জলিল আমাদের সঙ্গে চুক্তি এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। ছবিটির অর্ধেক প্রযোজনা আমাদের। বাকিটা তার। তিনি আমাদের অর্ধেক প্রযোজিত ছবি নষ্ট করে দিয়েছেন। ‘ডে’ (রুজ) ছবিটি নিয়ে চুক্তিতে যেসব পরিকল্পনা করা হয়েছিল তার কিছুই ঘটেনি। তিনি আমাদের প্রযোজনা নষ্ট করে দিয়েছেন। তিনি তার মতো করে ছবিটি চালিয়েছেন। নিজের মতো করে। এটা সরাসরি আমাদের প্রধান চুক্তির লঙ্ঘন। অথচ আমি এই আয়োজনের প্রধান প্রযোজক।’’  

জমজমের এই মন্তব্যের জবাবে অনন্ত বলেন, ‘মুর্তজার সঙ্গে চুক্তিই হচ্ছে ছবিটি বাংলাদেশে শুটিংয়ের টাকা আমি দেবো, সেই টাকা দিয়েছি। চার বছর ধরে এটাই বলছি যে, বাংলাদেশে শুটিংয়ের খরচ আমি বহন করবো, বাইরের শুটিংয়ের খরচ তারা দেবেন। তাই করেছি আমি। আমার কাছে চুক্তির সমস্ত কাগজ রয়েছে। আমি ইরান ও তুরস্কে শুটিং করেছি। সেখানে আমার যেসব ফাইট ডিরেক্টর প্রয়োজন ছিল তাদের ব্যবহার করেছি। যেমন, ঢাকা থেকে আরমানকে তুরস্কে নিয়েছি। যখন তাদের ফাইট ডিরেক্টর প্রয়োজন হয়েছে, তখন তাদের ব্যবহার করা হয়েছে।’

এদিকে জমজমের ভাষ্য, ‘আমি বাঙালি সংস্কৃতিকে সম্মান করি, এ কারণে তার (অনন্ত জলিল) সঙ্গে সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাকে কোনও সমাধান দেননি। অনন্ত তার বিরুদ্ধে তেহরানে অভিযোগ করা এবং আন্তর্জাতিক উকিলের মাধ্যমে মামলা করা ছাড়া কোনও পথ খোলা রাখেননি।’

গত কোরবানির ঈদে সারা দেশে মুক্তি পায় ‘দিন দ্য ডে’ ছবি। এতে অনন্তর সঙ্গে কেন্দ্রীয় ভূমিকায় আছেন বর্ষা। ছবিতে ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন। যৌথ প্রযোজনার হিসেবে ছবিটি ইরান ও বাংলাদেশে একই সময়ে মুক্তির কথা থাকলেও সেটি আর হয়নি।

এদিকে মুর্তজা অতাশ জমজমের এমন অভিযোগের বিপরীতে অনন্ত জলিলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই প্রতিবেদন প্রকাশ প্রক্রিয়া পর্যন্ত তিনি মুঠোফোনে সাড়া দেননি।

ইরানের নামজাদা নির্মাতা মুর্তজা অতাশ জমজম সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় এসে তার নতুন ছবি ‘ফেরেশতে’র শুটিং করেছেন দুই বাংলার অন্যতম অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে।