১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০১:২৪:৩২ অপরাহ্ন


ডমিঙ্গো আউট শ্রীরাম ইন
ট্রেন্ড রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
ডমিঙ্গো আউট শ্রীরাম ইন ডমিঙ্গো ও শ্রীরাম


রাসেল ডমিঙ্গোর অবর্তমানেই বিসিবি থেকে আঙুল উঠলো তার উইকেট পতনের। আজ (১৯ আগস্ট) এই হাসিমুখের ঢাকায় নামার কথা, নেমেই শুনবেন বিদায়-ঘণ্টা। 

সোজা ভাষায়, টি-২০ এশিয়া কাপে কোচ হিসেবে থাকছেন না রাসেল ডমিঙ্গো। তার পদে নিয়োগ হয়েছেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। সূত্র বলছে, বিসিবির সঙ্গে এরমধ্যে শ্রীরামের চুক্তি হয়ে গেছে। দুই একদিনের মধ্যেই সাকিব স্কোয়াডে যোগ দেবেন তিনি। 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ নিয়ে এখনও মুখ না খুললেও ১৮ আগস্ট সন্ধ্যায় একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আইপিএলে কাজের অভিজ্ঞতা থাকায় শ্রীরামকেই প্রধান কোচ করা হবে। এশিয়া কাপ ভালো করলে বিশ্বকাপেও থাকবেন শ্রীরাম। দীর্ঘ মেয়াদেও টি-২০ কোচ করা হতে পারে তাকে।

অস্ট্রেলিয়া প্রবাসী শ্রীরাম ভারত জাতীয় দলে খেলেছেন। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৮টি ওয়ানডে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ভারত সফরে কোচিং রোলে ছিলেন তিনি। ২০১৫ সালে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরেও ছিলেন। ২০১৯ সালে অ্যাশেজ সিরিজেও অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের অন্যতম সদস্য করা হয়েছিল তাকে। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ও স্পিন কোচ ছিলেন শ্রীরাম। তামিলনাড়ূর এ ক্রিকেটারের ঘরোয়া রেকর্ড খুবই সমৃদ্ধ। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে রেকর্ড ১০৭৫ রান করেছেন।

জানা গেছে শ্রীরামকে বাংলাদেশ জাতীয় দলের টি-২০ কোচ করা হলে রাসেল ডমিঙ্গোকে টেস্ট ও ওয়ানডে দল সামলাতে দেওয়া হবে।