সর্বশেষ আসরের এশিয়া কাপের রানার্স আপ বাংলাদেশ। এশিয়ার শ্রেষ্ঠত্বের আরও দুটি ফাইনাল খেলেছে টাইগাররা। ওই লাল-সবুজের প্রতিনিধিরা এবারের এশিয়ার আসরে চূড়ান্ত ব্যর্থ হয়েছে।
গ্রুপ পর্বে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিদায় নেওয়া বাংলাদেশ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা শনিবার (৩ সেপ্টেম্বর) ব্যর্থতার লাগেজ নিয়ে দেশে ফিরেছেন। এদিন বাংলাদেশ সময় সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় টিম টাইগার বহনকারী বিমানটি।
বাংলাদেশ দলের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের এশিয়া কাপের যাত্রা শেষ হয়েছে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে টান টান উত্তেজনার ম্যাচে ২ উইকেটে হেরে।
ওই হারের পর শুক্রবার রাতের বিমান ধরেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা। জানা গেছে, বাংলাদেশ দল আগে ভাগে আসর থেকে বিদায় নেওয়ায় দেশে ফেরার বিমানের টিকিট সংগ্রহ করতে বেশ ঝামেলাই পোহাতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
ওয়েস্ট ইন্ডিজে টি-২০ সিরিজ হার, জিম্বাবুয়ে গিয়ে টি-২০ সিরিজ হেরে আসার পরে এশিয়া কাপের দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সাকিব আল হাসানদের পরবর্তী সিরিজ নিউজিল্যান্ডে। পাকিস্তানকে নিয়ে ৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। এরপর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে অংশ নেবে সাকিবের নেতৃত্বাধীন দল।