১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০২:৩৩:১৭ অপরাহ্ন


প্রতারণা মামলায় জ্যাকুলিনের সঙ্গে ফাঁসতে পারেন নোরাও
ট্রেন্ড ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
প্রতারণা মামলায় জ্যাকুলিনের সঙ্গে ফাঁসতে পারেন নোরাও জ্যাকুলিন-সুকেশ ও নোরা


সুকেশ চন্দ্রশেখরের আর্থিক জালিয়াতির জেরে বন্ধুত্বের মাশুল গুণতে হচ্ছে বলিউড সুন্দরীদের। সুকেশের ২০০ কোটি টাকা পাচারের মামলায় অভিযুক্ত হিসেবে চার্জশিটে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের নাম দিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার একই মামলায় অভিনেত্রী নোরা ফাতেহিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে টানা ৭ ঘণ্টা ইডির মুখোমুখি হতে হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নোরাকে ৫০টির মতো প্রশ্ন করা হয়েছে। এর মধ্যে ছিল— সুকেশের কাছ থেকে তিনি কী উপহার নিয়েছেন, কার সঙ্গে কথা বলেছেন, তাদের কোথায় দেখা হয়েছে ইত্যাদি।

শুক্রবার দিল্লির মন্দির মার্গে ইডির অফিসে যান নোরা ফতেহি। সেখানেই সুকেশ চন্দ্রশেখর আর্থিক জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

জানা গেছে, তদন্ত কর্মকর্তাদের সব রকম সহযোগিতা করেছেন নোরা। তিনি জানিয়েছেন, জ্যাকুলিনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সুকেশের সঙ্গে তিনি আলাদাভাবে কথা বলেছেন। নোরার দাবি, একটি আর্ট অনুষ্ঠানে সুকেশের স্ত্রীর সঙ্গে তার আলাপ হয়। এরপর প্রায়ই তাদের কথা হতো। সুকেশ তাকে বিএমডাব্লিউ ও অন্য জিনিস উপহার দিয়েছেন। তবে সুকেশের অপরাধ সম্পর্কে তিনি অবগত ছিলেন না। আর তার সঙ্গে তিনি খুব কম সময়ই কথা বলেছেন। বেশিরভাগ ক্ষেত্রে তার ম্যানেজারের সঙ্গে সুকেশ চন্দ্রশেখরের কথা হতো।

অভিযোগ উঠেছে, সরকারি কর্মকর্তা সেজে একাধিক ব্যক্তির সঙ্গে জালিয়াতি করেছেন সুকেশ চন্দ্রশেখর। এরপর দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইংসের  দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে ইডি। ২০২১ সালের সেপ্টেম্বরে এই মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন সুকেশ ও তার স্ত্রী লীনা মারিয়া পাল।

এই মামলায় গত বছরও নোরাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তখন জানা যায়, সুকেশ অভিনেত্রী নোরা ফাতেহিকে বিএমডাব্লিউ ব্র্যান্ডের একটি গাড়ি উপহার দিয়েছেন। পাশাপাশি তার কাছ থেকে হীরার গহনা ও দামি ব্যাগ উপহার পেয়েছেন নোরা। সেই সময় নোরা দাবি করেন, একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তাকে গাড়িটি উপহার দিয়েছেন সুকেশ। গাড়ির চাবি তার হাতে তুলে দেন সুকেশের স্ত্রী লীনা। তবে এই অভিনেত্রীর দাবি, ওই ঘটনার আগে কিংবা পরে সুকেশের কাছ থেকে তিনি কোনো উপহার নেননি।