০৬ নভেম্বর ২০২৪, বুধবার, ০৭:৪৩:৫৪ পূর্বাহ্ন


সেনাবাহিনীর জন্য গাইলেন আর্টসেলের লিংকন
ট্রেন্ড রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
সেনাবাহিনীর জন্য গাইলেন আর্টসেলের লিংকন


বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবের গল্পগুলো কণ্ঠে তুললেন দেশের প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড ‘আর্টসেল’-এর ভোকাল লিংকন। 

‘আমার সেনাবাহিনী’ নামের বিশেষ এই গান রচনা করেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর-সংগীত করেছেন জাহিদ নিরব।

গানটি প্রসঙ্গে লিংকনের মন্তব্য, ‘বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাজটি করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। দেশের জন্য যারা নিজেদের জীবনের ঝুঁকি নিতেও পিছ-পা হন না; এই গানের শুটিংয়ে গিয়ে তা কিছুটা হলেও উপলব্ধি করেছি। সবচেয়ে ভালো লেগেছে যখন শুনেছি, গান তাদের এগিয়ে যাওয়ার শক্তি। শুভকামনা জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে।’

‘আমার সেনাবাহিনী’র ভিডিও নির্মাণ করেছেন শুভ্র খান। বিট টেকনোলজিসের ব্যানারে নির্মিত এ ভিডিওর নির্বাহী প্রযোজক মাহমাদুল হাসান।

সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে ‘অনির্বাণ’ অনুষ্ঠানে গানটি প্রচার হয়েছে। এরপর তা অন্তর্জালেও উন্মুক্ত করা হয়েছে।