১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৩৬:৫৯ অপরাহ্ন


পুরুষদের ধারাবাহিকতা রাখলো নারীরাও!
সালেহ খান শাওন
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
পুরুষদের ধারাবাহিকতা রাখলো নারীরাও!


শুক্রবার (৭ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পুরুষরা বাজেভাবে হেরেছে পাকিস্তানের কাছে। ২৪ ঘণ্টার মাথায় মেয়েরা একইভাবে হারলো ভারতের কাছে। এ যেন বাংলাদেশের নারী-পুরুষরা ভারত-পাকিস্তানের কাছে হারের প্রতিযোগিতায় নেমেছে!

শনিবার (৮ অক্টোবর) এশিয়া কাপের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের ৫৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। বড় টার্গেট তাড়ায় নেমে ঘুমকাতুরে ব্যাটিংটাই ডুবিয়েছে নিগার সুলতানার দলকে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় নামা বাংলাদেশের শুরুটা হয় ধীরগতির। দশম ওভারের প্রথম বলে মুর্শিদা খাতুনের বিদায়ে ভাঙে ৪৫ রানের ওপেনিং জুটি। ৫৫ বলের এই জুটি ম্যাচে কোনও ইতিবাচক প্রভাব রাখতে পারেনি। ফারজানা হক ৪০ বলে ৩০ আর মুর্শিদা খাতুন ২৫ বলে ২১ রান করেন।

রুমানা আহমেদ শুন্যরানে রান-আউটের শিকার হয়েছেন। ২৯ বলে ৩৬ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। এরপর রিতু মনি ৪, ফাহিমা ১, লতা মন্ডল ১, নাহিদা ০* আর সালমা ৫* রান করলে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১০০ রান তুলতে সক্ষম হয়। ৫৯ রানে ম্যাচ জিতে নেয় ভারত। দুর্দান্ত ফিফটির পর বল হাতে ১০ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শেফালি ভার্মা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৯ রান তোলে ভারত। তাদের ওপেনিং জুটিই হয়েছে ৯৬ রানের। দুই ওপেনারের মধ্যে শেফালি ভার্মা ৪৪ বলে ৫ চার ২ ছক্কায় ৫৫ এবং অধিনায়ক স্মৃতি মান্ধানা ৩৮ বলে ৬ চারে ৪৭ রান করেন। তিনে নেমে জেমিমা রদ্রিগেজ ২৪ বলে ৩৫* রানে অপরাজিত থাকেন। দিপ্তি শর্মা করেন ৫ বলে ১০ রান। রুমানা আহমেদ নেন ২৭ রানে ৩ উইকেট। ১টি নেন সালমা খাতুন।

প্রসঙ্গত, শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হেরে গেছে বাংলাদেশ পুরুষ দল।