শনিবার (১৫ অক্টোবর) মেলবোর্নে রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘ক্যাপ্টেইনস মিডিয়া ডে’, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম।
টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬ দলের অধিনায়ক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১৬ দলের অধিনায়ক দুই ধাপে আটজন করে হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান হাজির হন পরের ধাপে। অস্ট্রেলিয়া, নামিবিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আরব আমিরাত, আফগানিস্তান ও নেদারল্যান্ডস অধিনায়কদের পর্ব শেষ হওয়ার পর হাজির হন বাকি আট দলের অধিনায়ক।
১৬ দলের অধিনায়কেরা সেলফিও তুলেছেন এই অনুষ্ঠানে। সেলফিতে সামনের সারিতে ছিলেন অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মারা। সেলফি তুলছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
১৬ অক্টোবর জিলংয়ে শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে শুরু হবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত বিশ্বকাপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভ। অস্ট্রেলিয়া হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে ‘হাইভোল্টেজ’ ভারত-পাকিস্তান ম্যাচ। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২৪ অক্টোবর। হোবার্টে সাকিবরা খেলবেন প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের বিপক্ষে।