১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০২:৩১:২২ অপরাহ্ন


১৩ ফেসবুক-ইউটিউবের বিরুদ্ধে শাকিবের জিডি
সৈয়দ ইমরুল সামাদ
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
১৩ ফেসবুক-ইউটিউবের বিরুদ্ধে শাকিবের জিডি


শাকিব খান আগেই জানিয়েছিলেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে যারা গুজব ও মিথ্যা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। অবশেষে সে পথেই হাঁটলেন ঢাকাই ছবির শীর্ষ অভিনেতা। ১৩টি ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন শাকিবের এসকে ফিল্মসের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।  

বিষয়টি শুক্রবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফরমান আলি নিশ্চিত করেছেন।

ফরমান আলি বলেন, ‘বৃহস্পতিবার রাতে শাকিব খানের ম্যানেজার মো. মনিরুজ্জামান সাধারণ ডায়েরি দায়ের করেছেন। জিডি নম্বর ১৩২৭। সেখানে ১৩টি বিভিন্ন ইউটিউব ও ফেসবুক লিঙ্ক দেওয়া হয়েছে, যেখান থেকে তাকে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। এই লিঙ্কগুলো সাইবারে পাঠিয়ে তদন্তে পাঠাচ্ছি। অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

এদিকে শাকিবের ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, ‘শাকিব খানের পেশাগত ও ব্যক্তিগত ক্ষতির উদ্দেশ্যে ব্যক্তিজীবনের কিছু তথ্য, স্থিরচিত্র ও ভিডিওচিত্র বিকৃত করে মিথ্যা ও বানোয়াট তথ্য ও গল্প বানিয়ে ফেসবুক ও ইউটিউবে প্রচার করছে। এসব পোস্ট ভিডিওগুলোর কারণে শাকিবের পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুমহল ও  ভক্তরা নানাভাবে আক্রান্ত হচ্ছেন।’

সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে ফেসবুক ও ইউটিউবে নানা গুঞ্জন ছড়ায়। সেখানে বলা হচ্ছিল, পূজা চেরিকে নাকি তিনি বিয়ে করেছেন! এমন তথ্য প্রচার করায় ভীষণ চটে যান ঢালিউড কিং। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলেও জানিয়েছেন শাকিব। ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেন, ‘এসব মিথ্যা নোংরামি যারা ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন। অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট।’

পূজা চেরী প্রসঙ্গে ওই পোস্টে বলেন, ‘পূজার নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে, এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এত মিথ্যা বিষয় ছড়ানো হচ্ছে?’

যারা এসব গুঞ্জন ছড়াচ্ছে, এটাকে তাদের নোংরা মানসিকতা বলে আখ্যা দিয়েছেন শাকিব। তার ভাষ্য, ‘সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যা বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায়, কিসের প্রমাণ? আর এই ভুয়া বিষয়গুলোর ওপর ভিত্তি করে কয়েক দিন ধরে বেশ কিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্য সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়।’