১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০২:২৩:০০ অপরাহ্ন


আসিফকে নিয়ে সুমনের গান
ট্রেন্ড রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
আসিফকে নিয়ে সুমনের গান


সুমনের সুরে গেয়েছেন আসিফ, সেটা পুরনো গল্প। নতুন ঘটনা হলো খোদ কবীর সুমনই গান লিখলেন আসিফকে নিয়ে! যেমনটা তিনি আগেও লিখেছেন লালন থেকে সুফিয়া কামালের মতো কিংবদন্তিদের নিয়ে। 

১৩ বছর পর ঢাকার মঞ্চে উঠেছিলেন কবীর সুমন। গেলো ১৫, ১৮ ও ২১ অক্টোবর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়েছে তার একক সংগীতানুষ্ঠান। শেষদিনের গান শেষে প্রায় কিছু না বলেই শ্রোতাদের কাছ থেকে বিদায় নেন তিনি।

তার সেই প্রস্থানে অনেকেই ধারণা করেছিলেন, হয়ত নিজ শহরে ফেরার তাড়া রয়েছে। যদিও তিনি ঠিক কবে ফিরে যাবেন, আয়োজকদের পক্ষ থেকে সে বিষয়ে কিছু জানানো হয়নি। 

তবে সোমবার (২৪ অক্টোবর) জানা গেলো, এখনও ঢাকায় আছেন কবীর সুমন। এমনকি গানও করছেন! কোনও মঞ্চে নয়, রেকর্ডিং স্টুডিওতে, মৌলিক গান। এরমধ্যে আসিফ আকবরের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন সুমন।

উচ্ছ্বাসের সঙ্গে খবরটি দিয়েছেন আসিফ নিজেই। বললেন, ‘আজ (২৪ অক্টোবর) আমার ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। হ্যাঁ- কবীর সুমন চেয়েছেন আমি যেন তার সঙ্গে দ্বৈত গান করি। এই গানটি নিয়ে ওনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত। জীবনে হয়তো কোনোদিন কিছু ভালো কাজ করেছিলাম। হয়তো ময়মুরুব্বি, বন্ধুস্বজনদের দোয়া ছিলো; মহান আল্লাহ ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন- শোকর আলহামদুলিল্লাহ।’

কবীর সুমনের সুরে ইতোপূর্বে গান গেয়েছেন আসিফ। সে গান নিজের প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশ করেছেন। তবে এবার প্রথম তারা দুজনে একগানে কণ্ঠ দিলেন। তাই গানটি একটু বেশিই স্পেশাল আসিফের কাছে। সেই সঙ্গে নিজ শহরে কবীর সুমনের সান্নিধ্য পেয়েও তৃপ্ত তিনি।

গুণী এই শিল্পীকে নিয়ে আসিফ বলেন, ‘কোনও উপাধির ধার ধারেন না শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন। কারণ তিনি কবীর সুমন। আমার ক্ষুদ্রসংগীত জীবনে ওনার সান্নিধ্য পেয়েছি।’

দ্বৈত গানটির শুরুটা এমন- ‘আসিফ এখন একান্নোয়, কবীর চলছে তিয়াত্তর/ চলতে চলতে রাত ফুরোয়, রাত পেরোলেই আসবে ভোর।’ এটি লিখেছেন ও সুর করেছেন কবীর সুমন। সংগীতায়োজনে উজ্জ্বল সিনহা। বাংলা ঢোল স্টুডিওতে হয়েছে গানটির রেকর্ডিং। গানটি ভিডিও আকারে প্রকাশ হবে আসিফের আর্ব এন্টারটেইনমেন্ট থেকে।

ঢাকায় কবীর সুমনের অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন, তাদের একজন আরিফ বিল্লাহ; তিনি সোমবার (২৪ অক্টোবর) দুপুরে জানিয়েছেন, আজ (২৪ অক্টোবর) বিকালেই কলকাতার উদ্দেশ্যে উড়াল দেবেন গানওয়ালা।