বেশ কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন বর্ষীয়ান অভিনেতা সোহেল রানা। সম্প্রতি চোখের ছানি অস্ত্রোপচারের পর গুরুতর সমস্যা দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য রবিবার (৩০ অক্টোবর) সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাশরুর পারভেজ।
তিনি বলেন, ‘গত মঙ্গলবার বাবার ক্যাটারেক্ট সার্জারি হয়। এরপর তার চোখে জটিলতা দেখা দিয়েছে এবং চিকিৎসক দ্বিতীয়বার অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। তাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে বাবার ডান চোখের একই অপারেশন হয়েছিল সিঙ্গাপুরে।’
দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।
উল্লেখ্য, ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়কদের একজন সোহেল রানা। তার পুরো নাম মাসুদ পারভেজ সোহেল রানা। সিনেমায় তার পথচলা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। তার অর্থায়নে নির্মিত হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ সিনেমা ‘ওরা ১১ জন’।
১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বহু নন্দিত সিনেমায় অভিনয় করেছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।