১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৫:২১:৩৮ অপরাহ্ন


আর্জেন্টিনাসহ ৫ দলকে ফেভারিট মানেন নেইমার
ট্রেন্ড ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
আর্জেন্টিনাসহ ৫ দলকে ফেভারিট মানেন নেইমার


সেই ২০০২ সালের পর বিশ্বকাপের সোনালি ট্রফি জেতা হয়নি ব্রাজিলের। দলের প্রাণভোমরা নেইমার বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন। তিনি মনে করেন, কাতার বিশ্বকাপের ফাইনালে যাওয়ার পূর্ণ যোগ্যতা তাদের আছে।

শুধু সেলেসাওদেরই নয়। ফেভারিটদের তালিকায় আরও চারটি দলকে রেখেছেন তিনি। যারা শিরোপা মঞ্চে যাওয়ার দাবিদার। তৃতীয় বিশ্বকাপ খেলতে যাওয়া নেইমার মনে করেন, ‘বিশ্বকাপ সব সময়ই বিস্ময়ের। টুর্নামেন্টে এমন দল অনেক দূর পর্যন্ত যায়, যাদের নিয়ে কেউ সেভাবে হয়তো ভাবে না। তবে ফেভারিট হিসেবে ব্রাজিল ছাড়া আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স ও স্পেনকেই দেখি আমি। যারা ফাইনালে যাওয়ার মতো দল।’

পাশাপাশি সুযোগ দেখেন ইংল্যান্ডেরও, ‘ইংল্যান্ডের কথা বলতে তো ভুলেই গেছি। ওদেরও সুযোগ আছে। ওদের হ্যারি কেইন ও সানচোকে পছন্দ করি। ওরা অসাধারণ খেলোয়াড় হওয়ায় ওদের প্রতি অন্যরকম ভালোবাসাও আছে।’

১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিল যখন শিরোপা জেতে, তখন নেইমার একেবারে শিশু। ১৯৯৮ বিশ্বকাপের সময়ও বয়স মাত্র ৬ বছর। বিশ্বকাপের পরিপূর্ণ স্মৃতি শুধু ২০০২ সালের। সেবারই যে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জেতা, ‘আমার বাবা, মা ও পরিবারকে নিয়ে টিভিতে ব্রাজিলের শিরোপা জয় দেখেছি। বিশ্বকাপের প্রথম স্মৃতি সেটাই। তার পর থেকে খেলাটাকে অনুসরণ করছি।’

তাই বলে পুরনো বিশ্বকাপ জয়ের মুহূর্ত উপভোগ করেননি, এমনও নয়। প্রযুক্তির সুবাদে ১৯৯৪ বিশ্বকাপের পুরনো ভিডিও দেখা নেইমার বলেছেন, ‘১৯৯৪ বিশ্বকাপ থেকে রোমারিওর অনেক মুহূর্ত আমি এখনও উপভোগ করি। তাকে ভীষণ পছন্দ করি। এক্ষেত্রে অনেকে আমার আদর্শ। পেলে তো অবশ্যই। রোনালদো, রোমারিও, কাকা, রোনালদিনহো; তারা সবাই আমার প্রিয় তারকা।’