১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০২:৪১:৫৭ অপরাহ্ন


আর্মি স্টেডিয়ামে ব্যান্ড মিউজিক ফেস্ট
ট্রেন্ড রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
আর্মি স্টেডিয়ামে ব্যান্ড মিউজিক ফেস্ট


৯ বছর আগে কিংবদন্তি মিউজিশিয়ান আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতিবছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠতো এই উৎসব।

ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন এখন আরও বিশালতায়। বাংলা ব্যান্ড নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্ন এবং চ্যানেল আইয়ের সেই উদ্যোগের সাথে এবার যুক্ত হলো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (বামবা)।

‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’- পাওয়ার্ড বাই গান বাংলা এর আসন্ন কনসার্ট নিয়ে প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন বলেন, ‘বাংলা ব্যান্ড গানের প্রসার নিয়ে ভাবতেন কিংবদন্তি আইয়ুব বাচ্চু। এবার সেই স্বপ্নকে আরও বড় পরিসরে পৌঁছে দিতে আমাদের সাথে যুক্ত হলো বামবা। আমরা তাদের এমন প্রয়াসকে সাধুবাদ জানাই।’

আসন্ন ফেস্টের বিস্তারিত জানিয়ে ইজাজ খান স্বপন বলেন, প্রতি বছর ডিসেম্বরের ১ তারিখে দেশজুড়ে পালিত হবে ‘ব্যান্ড মিউজিক ডে’ এবং ডিসেম্বরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বামবা চ্যানেল আই ব্যান্ড মিউজিক কনসার্ট’। 

২ ডিসেম্বরের এই উৎসবে ১৬টি ব্যান্ড অংশ নিচ্ছে। এদিন দুপুর ১২টায় আর্মি স্টেডিয়ামের গেট ওপেন হবে। দুপুর সোয়া ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে কনসার্ট।

কনসার্টে অংশ নিচ্ছে নগর বাউল, মাইলস, ওয়ারফেইজ, সোলস, রেঁনেসা, ফিডব্যাক, অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিং, ক্রিপটিক, ফেইট, পেন্টাগন ও পাওয়ারসার্জ।

আয়োজকরা জানান, ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দেশের সবচেয়ে বড় কনসার্ট উপভোগ করতে প্রবেশে মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। আগ্রহীরা www.getsetrock.com এর ওয়েব সাইটে লগ-ইন করে টিকেট সংগ্রহ করতে পারবেন।