১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০২:২৪:৪০ অপরাহ্ন


পরাজয়েও মেসির বিরল রেকর্ড
সালেহ খান শাওন
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
পরাজয়েও মেসির বিরল রেকর্ড


প্রথম ম্যাচে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়লেও বিশ্বকাপে বিরল এক রেকর্ড গড়লেন লিওনেল মেসি। পঞ্চম ফুটবলার হিসেবে চার বিশ্বকাপে গোল করার তালিকায় নাম উঠেছে। ভাগ বসিয়েছেন পেলে-রোনালদোদের রেকর্ডেও। 

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকালে সৌদি আরবের বিপক্ষে ১০ মিনিটে পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের সপ্তম গোল করেন পিএসজি তারকা। এই সাত গোলের মধ্যে ২০০৬ বিশ্বকাপে একটি, ২০১৪ সালে ৪টি ও সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে রয়েছে এক গোল।

অথচ ফুটবলের সবচেয়ে বড় আসরে টানা পাঁচ বার অংশ নিলেও ২০১০ বিশ্বকাপে কোনও গোল করতে পারেননি আর্জেন্টাইন জাদুকর।

আগে থেকেই এই তালিকায় ছিলেন ব্রাজিল কিংবদন্তি পেলে, উই সিলার, মিরোস্লাভ ক্লোসা এবং ক্রিস্টিয়ানো রোনালদো।

এদিকে, ম্যারাডোনা-বাতিস্তুতা আর্জেন্টিনার হয়ে তিন বিশ্বকাপে গোল করলেও আলবিসেলেস্তেদের হয়ে চার বিশ্বকাপে গোল করার রেকর্ড এখন শুধুই মেসির।