১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৩:২৯:১৮ অপরাহ্ন


দুজনেরই উদ্বেগ নেইমারকে ঘিরে!
আগন্তুক আলেয়া
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
দুজনেরই উদ্বেগ নেইমারকে ঘিরে!


মেসির পায়ের জাদুতে বরাবরই মুগ্ধ কণ্ঠশিল্পী কর্ণিয়া। তার প্রত্যাশা এবার বিশ্বকাপ ট্রফি মেসিরাই উঁচু করে ধরবে কাতারের বুকে। অন্যদিকে ২০ বছর পর আবারও সাম্বার দেশে ফিরে যাবে বিশ্বকাপ ট্রফি। এমন প্রত্যাশা নিয়ে টিভির সামনে বসে নিয়মিত খেলা দেখছেন ব্রাজিলভক্ত কণ্ঠশিল্পী পড়শী। 

যদিও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালির ইনজুরিতে পড়েছেন নেইমার জুনিয়র। গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হবে না তার। ক্যামেরুনের বিপক্ষেও অনিশ্চিত তিনি। এমন খবরে মন খারাপ পড়শী-কর্ণিয়া দুজনেরই। কর্ণিয়ার মতো, ‘মেসি ও নেইমারদের মতো খেলোয়াড়রা হচ্ছে ফুটবলের সৌন্দর্য। তারা মাঠে খেলতে নামলে আমাদের মতো সমর্থকরা আনন্দ নিয়ে খেলা দেখতে পারেন। তাই নেইমার দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক এটা আমি চাই।’

পড়শী বললেন, ‘দুঃখের খবর আমাদের নেইমার দুই ম্যাচ খেলতে পারছে না। নেইমার হচ্ছে ব্রাজিল টিমের সাহসের নাম। সে মাঠে থাকলে টিম মেম্বাররা সাহসী হয়। খেলায় নতুন শক্তি চলে আসে। তবে নেইমার ছাড়াও ব্রাজিল টিম কোনও অংশে কম নয়। নেইমার দ্রুত ফিরবে আশা করি। আশা করি ব্রাজিল এবার বিশ্বকাপ ঘরে তুলবে।’