২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার রানারআপ হয়েছিলেন আফসান আরা বিন্দু। এরপর প্রচুর কাজ করেছেন, পেয়েছেন জনপ্রিয়তা। বিজ্ঞাপন আর নাটকের পাশাপাশি ‘দারুচিনি দ্বীপ’, ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ ও ‘এই তো প্রেম’ সিনেমা দিয়েও নিজের জাত চিনিয়েছেন। যদিও ২০১৪ সালে বিয়ের পর রাতারাতি মিডিয়া থেকে সরে দাঁড়ান।
সেই যে গেলেন আর ফেরা হলো না বিন্দুর। সুখবর হলো, ৮ বছর পর ফের পর্দায় ফিরছেন এই জনপ্রিয় মুখ। তাও আবার সঙ্গে থাকছেন আলোচিত নায়ক আরিফিন শুভ আর ক্যামেরার পেছনে থাকছেন জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
না, নাটক নয়। বিন্দু ফিরছেন সরাসরি সিনেমায়, যদিও সেটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।
জানা গেছে, আগামী বছর ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। কিছুদিনের মধ্যেই শুরু হবে শুটিং।
কাজটি নিয়ে বিন্দু ভীষণ সিরিয়াস ও এক্সাইটেড। তিনি বলেন, ‘কাজটি ভালোভাবে শুরু করতে চাই। অনেকদিন পর কাজে ফিরছি, দর্শকের মাঝে কাজ দিয়ে পৌঁছাতে পারবো ভেবে আবেগটাও অনেক বেশি কাজ করছে। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে কাজটি পৌঁছানোর।’
এদিকে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘ফিলগুড লাভ স্টোরি হবে এই সিনেমাটি। ৯০ মিনিটের একটা ভালোলাগার জার্নি হবে। যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেছে তারা নিজের জীবনকে রিলেট করতে পারবে এই গল্পের বিভিন্ন মোমেন্টের মাধ্যমে। আবার যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেনি তারাও চাইবে এমন ভালোলাগার মুহূর্তগুলো তার জীবনেও ঘটুক।’
সিনেমাটির নাম এখনও চূড়ান্ত করতে পারেননি সংশ্লিষ্টরা।
এদিকে অনেকদিন ধরেই নতুন সিনেমার খবরে নেই আরিফিন শুভ। তিনি বলেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করছি। কনটেন্টের গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেয়ার। বাকিটা সময়, দর্শক ও সৃষ্টিকর্তার উপর নির্ভর করবে।’
শুভ গেল ক’বছর মূলত ব্যস্ত ছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে বায়োপিক ‘মুজিব’ নিয়ে। জানুয়ারিতে মুক্তি পাবে তার ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি।