পোল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে
জয়ে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স। রবিবার কাতারের দোহায়
আল থুমামা স্টেডিয়ামে শেষ ষোল পর্বের ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। অপর
গোলটি করেন অলিভার গিরুদ।
তিউনিশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের
শেষ ম্যাচে ০-১ গোলে পরাজিত দলে ৯টি পরিবর্তন আনেন ফরাসি কোচ দিদিয়ে দেশাম। পোলিশ একাদশে
ছিল দুটি পরিবর্তন।
প্রথমার্ধের ৪৪তম মিনিটে গোলের দেখা
পায় ফ্রান্স। মাঝমাঠ থেকে কিলিয়ান এমবাপ্পের বাড়িয়ে দেয়া বলটি নিয়ে দক্ষতার সঙ্গে
ডি বক্সে গিয়ে প্লেসিং শটে জালে জড়িয়ে দেন গিরুদ।
বিরতি থেকে ফেরার পরও আক্রমনের ধারা অব্যাহত রাখে ফ্রান্স।
৫৭ মিনিটে ডেম্বেলে, ৫৯ মিনিটে গিরুদ এবং ৬২ মিনিটে আঁতোয়ান গ্রিজম্যান আক্রমন
চালিয়ে নাস্তানাবুদ করে দেন পোলিশ রক্ষনকে। শেষ পর্যন্ত ৭৪তম মিনিটে ফের গোলের দেখা
পায় ফ্রান্স। এ সময় গিরুদের চমৎকার একটি যোগান থেকে ডি বক্সের মধ্যে বল পেয়ে বেশ ধীরস্থিরভাবে
দারুন শটে বল জালে জড়ান পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে (২-০)।
ম্যাচের ইনজুরি টাইমে ফ্রান্সের হয়ে
তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে।