১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০১:১২:৩৬ অপরাহ্ন


ব্যর্থতার দায় নিয়ে সরলেন এনরিকে
ট্রেন্ড ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
ব্যর্থতার দায় নিয়ে সরলেন এনরিকে


বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে স্পেন। এই বাদ পড়ার রেশ দেশটির ফুটবলে থাকবে দীর্ঘদিন। এমন ব্যর্থতার প্রথম বলি হলেন দলটির কোচ লুইস এনরিকে।

বৃহস্পতিবার স্প্যানিশ সকার ফেডারেশন জানিয়েছে, স্পেনের জাতীয় পুরুষ ফুটবল দলের কোচ হিসেবে আর দায়িত্ব পালন করবেন না এনরিকে।

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ড্র থাকার পর দুই দিন আগে পেনাল্টিতে মরক্কোর কাছে হেরে যায় স্পেন। এতে শেষ হয় দেশটির দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

ম্যাচ শেষে ৫২ বছর বয়সী কোচ বলেছিলেন, হারে দায় তার নিজের।

২০১৮ সালে স্পেন দলের কোচ হন এনরিকে। এই বছরের শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল।