১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৩১:৪২ অপরাহ্ন


ফরাসি শিবিরে ভাইরাসের হানা
ট্রেন্ড ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১৬ ২০:৩৭:১১
ফরাসি শিবিরে ভাইরাসের হানা


কাতারে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স শিবিরে হানা দিয়েছে ভাইরাস। রবিবার আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামার আগে ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচ ফুটবলার। সবশেষ আক্রান্ত হয়েছে রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাতে।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম এর আগে তিন ফুটবলার আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছিলেন। তারা হলেন উইংগার কিংসলি কোমান। এছাড়া মরক্কোর বিপক্ষে মাঠেই আসেননি আদ্রিয়েন রাবিওত ও দায়ত উপামেচানো।

দেশাম বলেছিলেন, তাদের ফ্লুর মতো উপসর্গ দেখা দিয়েছে।  

কোমানও ফ্লুর মতো উপসর্গ দেখা দিয়েছে অভিযোগ করেছিলেন। শুক্রবার সকালে দেশাম তা স্বীকার করেছেন।

ফরাসি কোচ বলেন, সকালে কোমানের জ্বর এসেছে। আমাদের কয়েকজন ফ্লুর মতো উপসর্গে আক্রান্ত। আমরা সতর্ক থাকার চেষ্টা করছি যাতে তা ছড়িয়ে না পড়ে। মাঠে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে। এতে তাদের ইমিউন ব্যবস্থা হয়ত দুর্বল হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে দায়ত উপামেচানো বলেছিলেন অসুস্থবোধ করছেন। মাঠে বেশি পরিশ্রম করলে ভাইরাসে আক্রান্তের ঝুঁকি বাড়ে। আমরা সবাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করছি।

সূত্র: ৯০ মিনিট