বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ফের প্রার্থী হওয়ার আবেদন নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে রবিবার (১৫ জুন) বিকালে হিরো আলমের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন।
ভোটার তালিকায় অসঙ্গতির কারণে তার মনোনয়ন প্রত্যাহার করা হয়। হিরো আলম তার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করবেন বলে জানান।
মনোনয়নপত্র বাতিল বহাল রাখার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচন কমিশন আমার সঙ্গে অন্যায় করেছে। এটি একটি অবিচার, উভয় আসনেই মনোনয়নের আবেদন বাতিল করা হয়েছে। আইন মেনে এই অন্যায়ের প্রতিবাদ জানাতে আমি সুপ্রিম কোর্টে যাব।’
গত ১০ জানুয়ারি মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন করেন হিরো আলম। ১২ জানুয়ারি নির্বাচন কমিশন সেই আপিল খারিজ করে দেয়।