১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৩৫:৫৩ অপরাহ্ন


মরুর বুকে মেসি-রোনালদোর রোমাঞ্চকর লড়াই
আগন্তুক আলেয়া
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০১-২০ ১৪:১৪:৫৪
মরুর বুকে মেসি-রোনালদোর রোমাঞ্চকর লড়াই


মরুর বুকে মেসি বনাম রোনালদোর লড়াই। প্রীতি ম্যাচের আড়ালে প্রতিদ্বন্দ্বিতাও হলো বেশ। গোলের দেখা পেলেন মেসি-রোনালদো-এমবাপ্পেরা। 

৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে প্যারিস সেন্ট জার্মেই জয়ের উৎসব করেছে। প্যারিসের সেরা দলটি একজন কম নিয়েও ৫-৪ গোলে হারিয়েছে রিয়াল অল-স্টার একাদশকে।

সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয়েছিল পিএসজি এবং সৌদি আরবের দুই ক্লাবের খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশটি। রোনালদোর  মধ্যপ্রাচ্যের প্রথম কোনও দলে খেলা উপলক্ষে প্রীতি ম্যাচটি আয়োজিত হয়েছিল। দর্শকরা চড়া দামে টিকিট কিনে অপেক্ষায় ছিল বিশ্বের সেরা খেলোয়াড়দের ম্যাচ দেখতে। মেসি-রোনালদোরা তাদের হতাশ করেননি। একের পর এক গোল করে প্রীতি ম্যাচটি করে রেখেছেন স্মরণীয়।

শুধু যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তা নয়। ম্যাচ শুরুর আগে মাঠে প্রবেশের আগে রোনালদো-রামোসরা বন্ধুত্বের সম্পর্কটা আবারও ঝালিয়ে নিয়েছেন। উৎসবমুখর পরিবেশেই রেফারির বাঁশি বেজেছে। ৯০ মিনিট জুড়ে আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর খেলা হয়েছে।

ম্যাচ ঘড়ির তিন মিনিটে নেইমারের তুলে দেওয়া বলে মেসি বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে আলতো করে জড়িয়ে দেন জালে।

৬ মিনিটেই গোল শোধ দিতে পারতো সৌদি অল স্টার একাদশ। সতীর্থের পাসে রোনালদোর বক্সের প্রান্ত থেকে নেওয়া শট গোলকিপার বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

১২ মিনিটে রোনালদোর পাসে লুইস গুস্তাভো বাম পায়ের শট গোলকিপার প্রতিহত করেন। ১৬ মিনিটে আশরাফ হাকিমির ক্রসে নেইমার বল নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ দূরত্বে শট নিলেও গোলকিপার গোল হতে দেননি।

৩৪ মিনিটে ফ্রি-কিক থেকে উড়ে আসা বল নার্ভাস হাত দিয়ে ক্লিয়ার করতে গিয়ে রোনালদোকে আঘাত করে বসেন। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে রোনালদো জোরালো শটে লক্ষ্যভেদ করতে ভুল করেননি। গোলকিপার বলের লাইনে ঝাঁপালেও নাগাল পাননি।

৩৯ মিনিটে পিএসজি ১০ জনের দলে পরিণত। হুয়ান বার্নাট ফেলে দেন সালেম আল দাসারিকে। রেফারি সরাসরি বার্নাটকে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার নির্দেশ দেন। ১০ জন নিয়েও পিএসজির ধার মোটেও কমেনি। ৪৩ মিনিটে এমবাপ্পের বাম প্রান্তের ক্রসে মারকুইনহোস বুটের ডগা দিয়ে গোলকিপারকে পরাস্ত করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে নেইমারের পেনাল্টি থেকে দুর্বল শট গোলকিপার সহজেই রুখে দিয়ে পিএসজির ব্যবধান আর বাড়তে দেননি। যোগ করা সময়ের শেষ মিনিটে সতীর্তের ক্রসে রোনালদোর হেড বারে লেগে ফিরে আসে। ফিরতি বলে রোনালদোই বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করে সমতা আনেন। ড্রেসিংরুম থেকে ফিরে এসে দুই দলের খেলায় ধার আরও বাড়ে।

৫৩ মিনিটে  একজনকে কাটিয়ে এমবাপ্পের ছোট পাসে রামোস ছয় গজ দূরত্বের মধ্যে থেকে শুধু বলের দিক পরিবর্তন করে দিয়ে দলকে ৩-২ এ এগিয়ে নেন। ৫৬ মিনিটে স্কোর লাইন ৩-৩। মার্টিনেজের কর্নার থেকে গোলপোস্টের কাছাকাছি থেকে জ্যাং হুয়ান ‍সু নিঁখুত হেডে সমতায় ফেরান সৌদি অল স্টারকে।

চার মিনিট পর মেসির শট এক ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বেজে ওঠে। এমবাপ্পে গোলকিপারের বিপরীত দিক দিয়ে জাল কাঁপিয়ে পিএসজিকে ৪-৩ এ  এগিয়ে নেন।

৬১ মিনিটে মেসি–নেইমার- এমবাপ্পে- রোনালদো মাঠ ছাড়েন। তাতেও গোল উৎসব থেমে থাকেনি। ৭৮ মিনিটে হুগো একতিতে পঞ্চম গোল করে পিএসজিকে আরও এগিয়ে নেন।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তালিসকা চতুর্থ গোল করে সৌদি একাদশের হয়ে ব্যবধান কমান। শেষ পর্যন্ত মরুর বুকে ঝড় তুলে প্যারিসের সেরা দলটি জয় নিয়েই মাঠ ছাড়ে।