১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:৫৪:১৬ অপরাহ্ন


নাসুম আহমেদকে চড়, হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ!
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৩-১২-০৩ ১৯:১৫:৫১
নাসুম আহমেদকে চড়, হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ! নাসুম আহমেদ, চন্ডিকা হাথুরুসিংহে


ওয়ানডে বিশ্বকাপে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। সেমিফাইনাল তো অনেক দূরের বিষয়, লীগ টেবিলে সেরা আটে থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা ধরে রাখাই দুঃসাধ্য হয়ে পড়েছিল টাইগারদের। সাকিবদের ব্যর্থতা ছাপিয়ে আলোচনায় এখন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গুঞ্জন ছড়িয়েছে, বিশ্বকাপ চলাকালে টাইগার ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মেরে ছিলেন এই লঙ্কান কোচ। এই ঘটনার তদন্ত চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

১৯শে নভেম্বর শেষ হলো ২০২৩ আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ডকাপের। টুর্নামেন্ট শেষ হওয়ার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও থামেনি বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতার চুলছেড়া বিশ্লেষণ। এরইমধ্যে টাইগারদের বিতর্কিত পারফরম্যান্সের কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ খোঁজার প্রক্রিয়ায় প্রথমেই আলোচনার কেন্দ্রবিন্দুতে কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল খবর প্রকাশ করে, বিশ্বকাপের এক ম্যাচে বাংলাদেশের নাসুম আহমেদকে চড় মারেন কোচ হাথুরুসিংহে। বিষয়টি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হলেও বিসিবি'র কোনো কর্মকর্তার এ নিয়ে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

আজ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান ‘চড় কাণ্ডে’র তদন্ত করতে বিসিবি প্রধান পাপনকে একটি লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশ অনুযায়ী, দোষ প্রমাণ হলে হাথুরুসিংহের বিরুদ্ধে বিসিবিকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে। 

এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমান গণমাধ্যমকে বলেন, ‘বিশ্বকাপ চলাকালে ১২ই অক্টোবর ভারতে আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরুসিংহে ক্রিকেটার নাসুমকে চড় মারেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।’ 

ব্যারিস্টার আশরাফ বলেন, ‘যেহেতু চড় মারা একটি ফৌজদারি অপরাধ, সেজন্য আমরা বিসিবি সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। প্রয়োজনে যেন তাকে বরখাস্ত করা হয়।’