১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৩৯:১৮ অপরাহ্ন


আইপিএলে ইতিহাসের রেকর্ড ভাঙলেন স্টার্কের!
ইমরুল সামাদ
  • আপডেট করা হয়েছে : ২০২৩-১২-১৯ ২১:৪১:২৬
আইপিএলে ইতিহাসের রেকর্ড ভাঙলেন স্টার্কের! মিচেল স্টার্ক, প্যাট কামিন্স


একদিনেই অল্প সময়ের মধ্যে দুইবার রেকর্ড ভাঙলো। কিছুক্ষণ আগে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিলেন প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

এবার সেই রেকর্ড ভেঙে দিলেন তারই স্বদেশি মিচেল স্টার্ক। আইপিএলে ইতিহাস গড়ে সর্বোচ্চ দামের রেকর্ড স্টার্কের। অসি পেসারকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

স্টার্কের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। দিল্লি ক্যাপিটালস বিড ওপেন করে। এরপর সেখানে যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই দাম উঠিয়েছিল ৮ কোটি রুপি।

এরপর কলকাতা হাঁকায় ৯ কোটি ৮০ লাখ। গুজরাট টাইটান্স বলে ১০ কোটি। এরপর লড়াই শুরু হয় গুজরাট আর কলকাতার মধ্যে। কলকাতা আরেকটু বাড়ায়। গুজরাট বলে ফেলে ১০ কোটি।

কলকাতা হাল ছাড়েনি। এক লাফে বলে ১৫ কোটি রুপি। গুজরাট আবার ১৫ কোটি ৫০ লাখ হাঁকায়। সেখান থেকে উঠতে উঠতে ১৮-২০ কোটি।

এবার কামিন্সের সমান ২০ কোটি ৫০ লাখ বলে কলকাতা। গুজরাট বলে সর্বকালের রেকর্ড দাম ২১ কোটি। সেখানেই শেষ হয়নি। ১০ মিনিট ধরে চলে স্টার্কের বিড। গুজরাট উঠেছিল ২৪ কোটি পর্যন্ত। কিন্তু জয় হয় কলকাতার। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে শেষ পর্যন্ত অসি পেসারকে দলে ভেড়ায় তারা।