১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০২:৩৩:০৪ অপরাহ্ন


‘ভিআইপি মুভমেন্ট’, অ্যাম্বুলেন্স যাওয়ার পথটুকুও আটকানো : সিয়াম
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৪-০১-১৮ ১৮:৫২:২৭
‘ভিআইপি মুভমেন্ট’, অ্যাম্বুলেন্স যাওয়ার পথটুকুও আটকানো : সিয়াম সিয়াম আহমেদ


রাজধানীজুড়ে তীব্র যানজট যেনো এখন নিত্য দিনের বেপার। নানা পদক্ষেপ নিয়েও ঢাকাকে যানজট মুক্ত করা যাচ্ছে না। আর এই যানজটে অতিষ্ঠ নগরবাসী। এবার বড় পর্দার অভিনেতা সিয়াম আহমেদ মুখ খুললেন জনসাধারণের সমস্যা নিয়ে। দেশে বিভিন্ন সমস্যায় সরকারের সমালোচনা করা থেকে বিরত থাকতে দেখা যায় তারকাদের, সেখানে সরব হলেন ‘পোড়ামন-২’ খ্যাত অভিনেতা। রাজধানী ঢাকার তীব্র যানজট ও ভিআইপি মুভমেন্ট নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন সিয়াম। হতাশা প্রকাশ করে সমাধানও চেয়েছেন এ তারকা।

বুধবার (১৭ জানুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এ ব্যাপারে দীর্ঘ একটি স্ট্যাটাস লিখেছেন সিয়াম আহমেদ। সেখানে তিনি লিখেছেন, 'নির্বাচনও শেষ হয়ে গেল। সরকারও প্রতিষ্ঠিত। আপনারা কি দেখতে পাচ্ছেন না, রাস্তার কী অবস্থা? পরিচিত মানুষরা যখন দেশের অবস্থা নিয়ে নাক সিটকে বিদেশে সেকেন্ড হোম বানায়, তখনও গর্ব করে বলি, নিজের দেশ ছেড়ে কোথাও যাব না। ভালো লাগে বলতে, আপন লাগে।'

‘ভিআইপি মুভমেন্ট’ প্রসঙ্গে এ অভিনেতা বলেন, 'একটা মানুষ যদি প্রতিদিন ৩ ঘণ্টার বেশি সময় রাস্তায় জ্যামে বসে থাকে, তাহলে কাজ করবে কীভাবে? প্রতিদিন যেন আরেকটু করে বেড়েই যাচ্ছে। মড়ার উপর খাঁড়ার ঘা হলো “ভিআইপি মুভমেন্ট”। অ্যাম্বুলেন্স যাওয়ার পথটুকুও আটকানো!'

সরকার থেকে এই সমস্যার সমাধান চেয়ে এ অভিনেতা লিখেছেন, 'দয়া করে এখনো যারা দেশকে ভালোবেসে থেকে যেতে চায়, তাদের থাকার ব্যবস্থা করে দিন। রিজিকের জন্য সবাইকেই প্রতিদিন অনেক জায়গায় চলাচল করতে হয়। তাদের কথাটা দয়া করে মাথায় রাখুন। আমাদের সাহায্য করুন, যাতে আমরা পরিবার ও দেশটাকে সাহায্য করতে পারি।'

প্রসঙ্গত, সম্প্রতি এ অভিনেতা ‘টিকিট’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। ভিকি জাহেদের পরিচালনায় এতে সিয়াম ছাড়াও আরও অভিনয় করেছেন সাফা কবির, মনোজ প্রামাণিক প্রমুখ। শিগগিরই একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে সিরিজটি।