১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৪৩:২১ অপরাহ্ন


১৫ দিন পদ্মা সেতুর পরিবর্তে বিকল্প যে সড়ক ব্যবহার করার নির্দেশ
তানজিনা পারভীন
  • আপডেট করা হয়েছে : ২০২৪-০২-১৯ ২১:১৫:৫৪
১৫ দিন পদ্মা সেতুর পরিবর্তে বিকল্প যে সড়ক ব্যবহার করার নির্দেশ পদ্মা সেতু


রাজধানীর পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা-১) ঝুঁকিপূর্ণ থাকায় সেটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। সে জন্য ঢাকাসহ ২১টি জেলায় যাতায়াতের ক্ষেত্রে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বিকল্প হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে চালাচলের নির্দেশনা দেয়া হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, “পোস্তগোলা সেতু ঝুঁকিপূর্ণ থাকায় মেরামত না হওয়া পর্যন্ত বিকল্প রুট ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত সেতুর দুইটি গার্ডার মেরামতের কাজ করা হবে। এই সময়ে সেখান দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। নির্দেশনা অনুযায়ী যানবাহন প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে দৌলদিয়া, পাটুরিয়া, নবীনগর, আমিনবাজার, গাবতলী দিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সায়দাবাদের পরিবর্তে গাবতলীতে যাত্রীবাহী বাস থামবে বলেও জানানো হয়।”

বরিশাল বিভাগের ৬ জেলা, খুলনার ১০ ও ফরিদপুর অঞ্চলের ৫ জেলার যানবাহনকে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে ডিএমপির ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।