১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০১:৩৬:৩২ অপরাহ্ন


শিশু অধিকারের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিলেন জামাল ভূঁইয়া
ইমরুল সামাদ
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৮-০১ ১৯:১১:৫৬
শিশু অধিকারের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিলেন জামাল ভূঁইয়া জামাল ভূঁইয়া


জাতিসংঘে শিশু অধিকার বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

জামাল শিশুদের প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক চাইল্ড মেসেজের বাংলা বিভাগের ভার্চুয়াল প্রোগ্রাম ‘আমাদের কথা শুনুন’ অনুষ্ঠানে বক্তৃতাকালে এ প্রতিশ্রুতি দেন।

জামাল ছাড়াও শুক্রবার রাত ৮টায় চট্টগ্রাম গার্লস স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন আল জাজিরা টেলিভিশনের অনলাইন রিপোর্টার ফয়সাল মাহমুদ এবং ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই।

অনুষ্ঠানে জামাল বলেন, 'শিশুদের শুধু পড়াশোনার সুযোগ দিলেই হবে না, খেলাধুলায়ও অংশগ্রহণ করতে দিতে হবে।'

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু বার্তার নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী।