০৬ নভেম্বর ২০২৪, বুধবার, ০৭:২৬:৩২ পূর্বাহ্ন


কেন এমন হলো ক্লাসের ফার্স্ট গার্ল ‘তনয়া’র!
ট্রেন্ড রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
কেন এমন হলো ক্লাসের ফার্স্ট গার্ল ‘তনয়া’র! একটি দৃশ্যে মহিমা


স্কুল, ক্লাস আর হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকা ক্লাসের ফার্স্ট গার্ল তনয়ার জীবন স্বাভাবিক গতিতেই চলছিল। তারপর একদিন স্কুল ছুটির পর বাসার পরিবর্তে সে নিজেকে আবিষ্কার করে হোটেল রুমে! সেখান থেকে থানা হয়ে নিজের বাড়িতে। বাড়িতে ফিরলেও সেই বাবা-মায়ের কাছে আর ফেরা হয়নি, যারা এতদিন আদরে-ভালোবাসায় আগলে রেখেছিল তাকে। এভাবে তনয়ার গন্তব্য পাল্টাতেই থাকে। পাল্টে যায় তার সমাজ-বাস্তবতা।

এমন এক নির্মম ও বাস্তব ঘটনা অবলম্বে ইমরাউল রাফাত নির্মাণ করেছেন চরকি ফ্লিক ‘তনয়া’। ২১ জুলাই রাত ৮টায় মুক্তি পাবে কনটেন্টটি।

এতে নাম চরিত্রে দেখা যাবে মাখনুন সুলতানা মাহিমাকে। তনয়ার মাধ্যমে চরকিতে অভিষেক ঘটছে তার। বাবার চরিত্রে আছেন অভিনেতা ফজলুর রহমান বাবু।

‘তনয়া’ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাখনুন সুলতানা মাহিমা বলেন, ‘প্রথমে তনয়া-র গল্প শুনেই আমি খুব অবাক হয়েছি, এটা একটা সত্যি ঘটনা! একটা মেয়ের জীবনে এরকম অঘটনও ঘটতে পারে? বর্তমানে কোনও ঘটনা ঘটলে আমরা খুব সহজেই জাজ করে ফেলি। কিন্তু সেই ঘটনার সত্যটা আমরা কেউ যাচাই করতে যাই না। সেটাই উঠে আসবে এই গল্পে।’