১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৪৬:১১ অপরাহ্ন


কাতার বিশ্বকাপ: আর্জেন্টিনার দুই ম্যাচের টিকিট নিয়ে কাড়াকাড়ি
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
কাতার বিশ্বকাপ: আর্জেন্টিনার দুই ম্যাচের টিকিট নিয়ে কাড়াকাড়ি


কাতারে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের আসর যত ঘনিয়ে আসছে এর ম্যাচগুলোর টিকিট সংগ্রহ নিয়েও দর্শকমনে তৈরি বাড়ছে চাপ। সম্প্রতি ফিফা জানিয়েছে, এরমধ্যে ২৫ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। এটাও জানিয়েছে, বিশ্বকাপের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি আর্জেন্টিনার দুই ম্যাচের।

লিওনেল মেসির আর্জেন্টিনা এবার হট ফেবারিট, তা বলাই বাহুল্য। তার ছাপ পড়ছে কাতার বিশ্বকাপের টিকিটের চাহিদাতেও। আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ মেক্সিকোর বিপক্ষে। সেই ম্যাচ নিয়ে টিকিটপ্রত্যাশীদের চাহিদা সবচেয়ে বেশি। 

এরপর সবচেয়ে বেশি চাহিদাটাও আর্জেন্টিনার একটা ম্যাচকে নিয়েই। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবেন মেসিরা। সেই ম্যাচের টিকিটের চাহিদা আছে দ্বিতীয় সর্বোচ্চ, জানিয়েছেন কাতার আয়োজক কমিটির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা নাসের আল খাতের। 

দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন আল লুসাইল স্টেডিয়ামে। এই মাঠেই ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। 

কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির এই কর্মকর্তা অবশ্য জানাননি কত সংখ্যক লোক এই দুই ম্যাচের টিকিট চাইছেন। তবে বছরের শুরুতে অনলাইন বিক্রি যখন শুরু হয়, তখনই আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছিল।

এর আগে ফিফা জানিয়েছিল, গ্রুপ পর্বের জন্য সবচেয়ে বেশি টিকিট বরাদ্দ করা হয়েছে ব্রাজিল বনাম ক্যামেরুন, ব্রাজিল বনাম সার্বিয়া, পর্তুগাল বনাম উরুগুয়ে, কোস্টারিকা বনাম জার্মানি এবং অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক ম্যাচের জন্য। তবে এবার সেসব ম্যাচকে ছাড়িয়ে যাবে আর্জেন্টিনার দুইটি ম্যাচ, এমনটাই মনে করা হচ্ছে। 

বিশ্বকাপের জন্য এবার টিকিট বিক্রি হবে মোট ৩২ লাখ।