১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১২:৪৫:০১ অপরাহ্ন


সৃষ্টিকর্তা তার আত্মাকে চির শান্তিতে রাখুক: রুনা লায়লা
ট্রেন্ড রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
সৃষ্টিকর্তা তার আত্মাকে চির শান্তিতে রাখুক: রুনা লায়লা


কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। তিনি বলেন, ‌‘আমরা একটি বিশাল প্রতিভা হারিয়েছি। কিন্তু তার সৃষ্টি চিরকাল বেঁচে থাকবে।’

৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ফেসবুকে উপমহাদেশের নন্দিত এই কণ্ঠশিল্পী গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে একটি ছবি শেয়ার করে কথাটি লিখেছেন। ওই পোস্টে রুনা লায়লা আরও বলেন, ‘আকাশের অন্যান্য নক্ষত্রের সাথে যোগ দিতে আমাদের ছেড়ে চলে গেল আরেকটি নক্ষত্র। তিনি রেখে গেছেন অসংখ্য গান যা তার লেখা।’

রুনা লায়লা মনে করেন, ‘আগামীতে বছরের পর বছর ধরে এসব গান আমাদের মনে থাকবে এবং আগামী প্রজন্ম গাইবে।’ 

এই শোকবার্তার শেষে রুনা লায়লা লিখেছেন, ‘সৃষ্টিকর্তা তার আত্মাকে চির শান্তিতে রাখুক। আমিন।’

রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে গাজী মাজহারুল আনোয়ার। ভোরে নিজ ঘরের বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে গেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই কিংবদন্তিকে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল জানিয়েছেন, সোমবার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। সেখানে তিনি তার মায়ের কবরে শায়িত হবেন। এর আগে সকাল ১১টায় এই গীতিকবির মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে; এরপর নেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি)। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে।

গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। তার আগেই লিখে গেছেন ২০ হাজারের মতো গান।