বিশ্বকাপের আগে চলমান প্রস্তুতি ম্যাচে দারুণ পারফর্ম করছিলেন লিওনেল মেসি। হন্ডুরাসের বিপক্ষে জিতে দারুণ শুরু করে আর্জেন্টিনা। ম্যাচটিতে জোড়া গোল করেন মেসি।
কিন্তু জ্যামাইকার বিপক্ষে অনিশ্চয়তায় পড়ে গেলেন এই সুপারস্টার। অসুস্থ হওয়ার কারণে বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।
এমন আভাস মিলেছে টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে। তাতে বলা হয়েছে, ফ্লু-জনিত রোগে আক্রান্ত মেসি। ম্যাচের আগে পুরোপুরি সেরে না উঠলে তাকে মাঠে নামানো হবে না। তার বদলে খেলতে পারেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস।
জ্যামাইকার বিপক্ষে বাংলাদেশ সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টায় মাঠে নামবে টিম আর্জেন্টিনা।